Narendra Modi Sharad Pawar Meeting: মোদির সঙ্গে কুড়ি মিনিটের বৈঠক, শরদ পাওয়ারকে নিয়ে তীব্র জল্পনা

Last Updated:

Narendra Modi Sharad Pawar Meeting: মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত সেই আলোচনায় উঠে এসেছে।

মোদি-শরদ পাওয়ার বৈঠক
মোদি-শরদ পাওয়ার বৈঠক
#নয়াদিল্লি: এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বৈঠককে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে৷ সংসদে প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন দুই নেতা। সূত্র বলছে, মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের নেতাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত সেই আলোচনায় উঠে এসেছে।
শরদ পাওয়ারের ভাগ্নে এনসিপি নেতা অজিত পাওয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি মহারাষ্ট্রের নেতাদের 'টার্গেট' করছে বলে যে অভিযোগ উঠছে, তা নিয়ে কি বৈঠকে আলোচনা হয়েছে? অজিত অবশ্য জানান, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। অজিত পাওয়ার বলেন, "দেশের প্রধানমন্ত্রী এবং একটি দলের জাতীয় সভাপতি উন্নয়নমূলক কাজ নিয়ে দেখা করতেই পারেন। সংসদ অধিবেশন চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এছাড়াও নানা বিষয়ে আলোচনা হতেই পারে।''
advertisement
advertisement
প্রসঙ্গত, শিবসেনা এবং এনসিপি একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনীতিকদের নিশানা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ তুলেছে। বুধবার সকালে, সিবিআই শরদ পাওয়ারের দলের বর্ষীয়াণ নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে হেফাজতে নিয়েছে। মঙ্গলবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী এবং তার দুই সহযোগীর ১১.১৫ কোটির টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে, সেই বিষয়ে মোদির সঙ্গে শরদ পাওয়ারের কোন আলোচনা হয়েছে বলে এখনও জানা যায়নি।
advertisement
প্রসঙ্গত, গত বছরও সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য শরদ পাওয়ারই সময় চেয়েছিলেন৷ সেই বৈঠকে নবগঠিত কেন্দ্রীয় সমবায় মন্ত্রক নিয়ে তাঁর কিছু আপত্তির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন শরদ পাওয়ার। প্রধানমন্ত্রীকে তিনি একটি চিঠিও দিয়েছিলেন। চিঠিতে এনসিপি প্রধান লিখেছিলেন, সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রটি রাজ্যের তালিকাভুক্ত বিষয়৷ এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে৷ ফলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তা সংবিধানের পরিপন্থী হবে বলে দাবি করেছিলেন পাওয়ার৷ যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারের নাম যেভাবে ভেসে উঠেছে, এদিনের বৈঠকে সেই বিষয়ে আলোচনা হলেও তা আশ্চর্যের নয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Sharad Pawar Meeting: মোদির সঙ্গে কুড়ি মিনিটের বৈঠক, শরদ পাওয়ারকে নিয়ে তীব্র জল্পনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement