School Fee | Calcutta High Court: স্কুল ফি নিয়ে বড় সিদ্ধান্ত হাই কোর্টের, অভিভাবক ও স্কুলের জন্য একগুচ্ছ নির্দেশিকা

Last Updated:

School Fee | Calcutta High Court: করোনা অতিমারী পর্বে স্কুল বন্ধ ছিল। অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

কলকাতা হাই কোর্টের বড় নির্দেশ
কলকাতা হাই কোর্টের বড় নির্দেশ
#কলকাতা: মার্চ মাস থেকে আগের মতোই স্কুলে (Private School) দিতে হবে পুরো বেতন (School Fees) । ৮০ শতাংশ নয়, বেসরকারি স্কুলে দিতে হবে পুরো ফি। এমনই নির্দেশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)-এর নির্দেশে জানানো হয়েছিল, ‘করোনা কালে বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ দিতে হবে। তবে বকেয়া না দিলে ২৫ মার্চ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। এবার এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
কী কী নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ?
১) রাজ্যের ১৪৫ টি বেসরকারি স্কুল কোন পড়ুয়ার প্রমোশন আটকাতে পারবে না। কোন পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না।
advertisement
২) সমস্ত পড়ুয়াকে নতুন ক্লাসে যোগদান করতে দিতে হবে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে।
৩) কোভিডকালে কোন পড়ুয়া কত ফি দিয়েছে, তার হিসাব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের দিতে হবে।
advertisement
৪) সব নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া রয়েছে, তা নির্ধারণ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক।
৫) আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া ফিস নির্ধারণ করবেন, তা দিতে হবে অভিভাবকদের।
৬) যারা কোভিডকালে কোন ফি দেননি, তাদের নামও নথিবদ্ধ করবে আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা।
৭) অস্বাভাবিক ফি বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা।
advertisement
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এদিন বলেন, "স্কুল হচ্ছে মন্দির, সেখানে যদি এরকম গণ্ডগোল হয় তাহলে কিছু বলার নেই। আদালতের পক্ষে কি সবসময় নজর রাখা সম্ভব? আপনি যদি খারাপ হাসপাতালে ভর্তি হয়ে ভালো পরিষেবার আশা করেন আর আদালতকে নজর রাখতে বলেন সেটা কীভাবে সম্ভব?''
advertisement
উল্লেখ্য, করোনা অতিমারী পর্বে স্কুল বন্ধ ছিল। অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালত জানিয়েছিল, ৮০ শতাংশ টিউশন ফি দিতে হবে। এরমধ্য়ে স্কুলের দরজা ফের পড়ুয়াদের জন্য খুলে গিয়েছে। ফলে মামলাটি ফের ওঠে হাইকোর্ট। সেই মামলাতেই আদালত একগুচ্ছ নির্দেশ দিয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Fee | Calcutta High Court: স্কুল ফি নিয়ে বড় সিদ্ধান্ত হাই কোর্টের, অভিভাবক ও স্কুলের জন্য একগুচ্ছ নির্দেশিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement