Narendra Modi: ৩৯ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন, মোদির হাত ধরে ঢেলে সাজছে মুম্বই মেট্রো

Last Updated:

আজ সন্ধে সাড়ে ৬টা নাগাদ মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে মেট্রো করেই মুম্বইয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবেন মোদি। মেট্রো সফর শেষে বিকেসি-র MMRDA মাঠে সভা করার কথা তাঁর। সেখানে প্রায় এক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মুম্বই: আজ মুম্বই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৩৮ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মেট্রোলাইনও রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ভারতের বাণিজ্য রাজধানীতে। ট্র্যাফিক ব্যবস্থাতেও রদবদল।
এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে উদ্বোধন করা হবে মুম্বই মেট্রো রেলের 2A এবং 7 লাইন। 2A লাইনটি আন্ধেরি ও পশ্চিম দাহিসারকে মেট্রো পরিষেবার মাধ্যমে সংযুক্ত করবে। অন্যদিকে, 7 নম্বর লাইনটি আন্ধেরি ইস্ট থেকে দাহিসার পর্যন্ত যাবে। গোটা প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা।
আরও পড়ুন :  ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
আজ সন্ধে সাড়ে ৬টা নাগাদ মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে মেট্রো করেই মুম্বইয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবেন মোদি। মেট্রো সফর শেষে বিকেসি-র MMRDA মাঠে সভা করার কথা তাঁর। সেখানে প্রায় এক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা।
advertisement
advertisement
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোলাইন উদ্বোধনের কারণে এদিন সন্ধে পৌনে ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মেট্রো পরিষেবা সাধারণের জন্য বন্ধ রাখা হবে। এদিনের সফরকালে ন্যাশনাল কমোন মোবিলিটি কার্ডেরও সূচনা করবেন মোদি।
advertisement
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে মহারাষ্ট্রের প্রশাসন। মুম্বইয়ের পশ্চিম সাবআর্ব এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশকর্মী। এছাড়াও, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মোতায়েন রয়েছে চার ইউনিট SRPF, এক ইউনিট অ্যান্টি রায়াট স্কোয়াড এবং ১ ইউনিট Rapid অ্যাকশন ফোর্স।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ৩৯ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন, মোদির হাত ধরে ঢেলে সাজছে মুম্বই মেট্রো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement