৫ অগাস্ট রাম মন্দিরের শিলান্যাস করবেন মোদি, ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তিতেই দ্বিতীয় লক্ষ্যপূরণ

Last Updated:

মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷

#নয়াদিল্লি: গত বছর ৫ অগাস্টই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল৷ সেই দিনটিতেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুপ্রিম কোর্ট রামলালার পক্ষে রায় দেওয়ার পর এই দিনটির অপেক্ষাতেই ছিলেন রাম ভক্তরা৷
জানা গিয়েছে, মন্দিরের অছি পরিষদের বৈঠকের পর এই দিনটি চূড়ান্ত করা হয়৷ কিন্তু এর পিছনেও রাজনৈতিক অঙ্ক রয়েছে৷ কারণ যেভাবে এক বছর আগে ঠিক এই দিনটিতেই কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল,  ফলে রাম মন্দিরের শিলান্যাসের জন্য এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট৷ সংবিধান সংশোধন করে লাদাখ এবং জম্মু কাশ্মীরকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণাও করা হয়েছিল সেদিন৷ ফলে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই মোদি সরকারের দ্বিতীয় লক্ষ্যপূরণ হচ্ছে বলে ধরেই নেওয়া যায়৷
advertisement
৩৭০ ধারা প্রত্যাহার, রাম মন্দির নির্মাণ মতো বিষয়গুলি বিজেপি এবং আরএসএস-এর মূল লক্ষ্যগুলির মধ্যে প্রথম সারিতে ছিল৷ সেই লক্ষ্যপূরণ একই দিনে করে স্মরণীয় করে রাখতেই ৫ অগাস্টকে বেছে নেওয়া হয়েছে বলেই মত সংশ্লিষ্ট মহলের৷
advertisement
মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷ আর ২০২৪ সালেই পরবর্তী লোকসভা নির্বাচন৷ ফলে তিন বছরের মধ্যে কাজ শেষ করে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দিরের উদ্বোধন করে দেওয়াটাই নরেন্দ্র মোদি সরকারের প্রধান লক্ষ্য৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ অগাস্ট রাম মন্দিরের শিলান্যাস করবেন মোদি, ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তিতেই দ্বিতীয় লক্ষ্যপূরণ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement