হোম /খবর /দেশ /
শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি! ভুয়ো ট্যুইট ঘিরে বিভ্রান্তি দেশজুড়ে

Nobel Prize | Narendra Modi: শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি! পুরস্কার কমিটির সদস্যের মন্তব্য ঘিরে বিভ্রান্তি

নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার হলেন এই আসলে তোজে। প্রসঙ্গত, প্রতি বছর এই কমিটিই ঠিক করেন সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। চলতি সপ্তাহেই ভারতে আসছেন এই কমিটির প্রতিনিধিরা।

  • Share this:

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি পেতে পারেন নোবেল পুরস্কার? নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডারের মন্তব্য়ে এমনই জল্পনা তৈরি হয়েছিল দেশজুড়ে। সংবাদসংস্থা সূত্রের খবর, গত বুধবার একটি অনুষ্ঠানে নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার আসলে তোজে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারেন। তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক নীতির জন্যই ভারত ক্রমে আরও সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে। যদিও পরে তিনি দাবি করেন, ওই কথা তিনি বলেননি। একটি ভুয়ো ট্যুইট ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছিল।

যদিও মোদির সম্পর্কে এদিন ভূয়সী প্রশংসা করেছেন তোজে।  সাক্ষাৎকারে তোজে বলেছিলেন, "ভারত শান্তির পথে চলে। এ দেশের শান্তিস্থাপনের ঐতিহ্য রয়েছে। যুদ্ধ থামানোর ক্ষেত্রে সবথেকে বিশ্বাসযোগ্য় ও নির্ভরযোগ্য নেতা হলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি পারেন বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করতে।"

আরও খবর: রাজ্য শিক্ষায় UNESCO যোগ! 'গর্বিত' মমতা বন্দ্যোপাধ্য়ায় বৈঠকেও তুললেন সেই কথা

তোজের কথায়, মোদি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মোদি। মোদির বার্তা এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্বের প্রতিটি দেশেরই উচিত শান্তিস্থাপনের উদ্দেশে কাজ করা। এছাড়াও, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে।

তোজের দাবি, ভারত কোনও দেশকে ভয় দেখায় না, যুদ্ধে প্ররোচনা দেয় না। বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে সমস্যার সমাধান করার চেষ্টা করে। বিশ্ব শান্তিরক্ষায় আন্তর্জাতিক রাজনীতিতে এমন পদ্ধতিই আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ুক, তেমনটাই চায় নোবেল কমিটি।

আরও পড়ুন: প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক-ইংলিশের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা! সব শুনে যা বললেন শিক্ষামন্ত্রী

নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার হলেন এই আসলে তোজে। প্রসঙ্গত, প্রতি বছর এই কমিটিই ঠিক করেন সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে কারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। চলতি সপ্তাহেই ভারতে আসছেন এই কমিটির প্রতিনিধিরা।

সম্প্রতি আবারও বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকান সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এই নিয়ে তৃতীয়বার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন মোদি।

Published by:Satabdi Adhikary
First published: