Kerala train fire update: ট্রেন যাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ ছিল! অবশেষে জালে কেরলে কাণ্ডে অভিযুক্ত, চাঞ্চল্যকর দাবি

Last Updated:
ধৃত শাহরুখ সইফি৷
ধৃত শাহরুখ সইফি৷
রত্নাগিরি: অবশেষে মহারাষ্ট্র থেকে ধরা পড়ল কেরলে ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় অভিযুক্ত শাহরুখ সইফি৷ মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশন থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ও মহারাষ্ট্র এটিএস-এর যৌথ দল৷ সূত্রের খবর, গ্রেফতারির পর সইফি দাবি করেছে ট্রেন যাত্রীদের গায়ে আগুন লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাকে৷ সইফির এই দাবি অবশ্য খতিয়ে দেখছে পুলিশ৷
গত ২ এপ্রিল কেরলের কোঝিকোড়ে আলাপ্পুঝা-কন্নৌড় এক্সিকিউটিভ এক্সপ্রেসের ডি ১ কামরায় হাড় হিম করা ঘটনা ঘটে৷ চলন্ত ট্রেনের মধ্যেই এক সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় সইফি৷ এর জেরে আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন৷ রেল লাইন থেকে উদ্ধার হয় ওই কামরায় থাকা একটি শিশু, এক মহিলা এবং এক পুরুষের দেহ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
এই ঘটনার পরই ট্রেন থেকে নেমে গা ঢাকা দেয় সইফি৷ ঘটনার গতিপ্রবাহ দেখে প্রথম থেকেই জঙ্গি যোগের সন্দেহ করছিল পুলিশ৷ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে অভিযুক্তের স্কেচ আঁকা হয়৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পেট্রোল, ডায়েরি, ফোন৷ সেই সূত্রেই পুলিশ অভিযুক্তের নাম জানতে পারে৷ এর পরই শুরু হয় তল্লাশি৷
advertisement
প্রথমে পুলিশ জানতে পারে, সইফির বাড়ি দিল্লির শাহিনবাগ এলাকায়৷ কিন্তু সেখানে গিয়েও সইফির খোঁজ পায়নি পুলিশ৷ আবার একই নামের বেশ কয়েকজনকে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়৷ কিন্তু আসল শাহরুখ সইফির খোঁজ মিলছিল না৷
advertisement
শেষে সূত্র মারফত গোয়েন্দারা জানতে পারেন, মহারাষ্ট্রের রত্নাগিরির একটি হাসপাতালে মাথার চোটের চিকিৎসা করাতে গিয়েছে অভিযুক্ত শাহরুখ সইফি৷ চলন্ত ট্রেন থেকে নেমে পালাতে গিয়ে এই চোট পেয়েছিল সে৷ কিন্তু চিকিৎসার মাঝপথেই রত্নাগিরির ওই হাসপাতাল থেকে পালায় শাহরুখ৷ এর পরেই আরও জোর কদমে তল্লাশি শুরু হয়৷
ইতিমধ্যেই কেরল পুলিশের একটি দল মহারাষ্ট্রে পৌঁছেছে৷ সইফির পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ মার্চ থেকে নিখোঁজ তাঁদের ছেলে৷
advertisement
বর্তমানে রত্নাগিরিতে রেল পুলিশের হেফাজতে রয়েছে সইফি৷ তবে সহযাত্রীদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সইফির দাবি ঠিক কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক এবং তদন্তকারী গোয়েন্দারা৷ সহযাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ তাকে সত্যিই কেউ দিয়েছিল কি না, সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, এ সবও খতিয়ে দেখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala train fire update: ট্রেন যাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ ছিল! অবশেষে জালে কেরলে কাণ্ডে অভিযুক্ত, চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement