Kerala train fire update: ট্রেন যাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ ছিল! অবশেষে জালে কেরলে কাণ্ডে অভিযুক্ত, চাঞ্চল্যকর দাবি

Last Updated:
ধৃত শাহরুখ সইফি৷
ধৃত শাহরুখ সইফি৷
রত্নাগিরি: অবশেষে মহারাষ্ট্র থেকে ধরা পড়ল কেরলে ট্রেনে সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় অভিযুক্ত শাহরুখ সইফি৷ মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশন থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ও মহারাষ্ট্র এটিএস-এর যৌথ দল৷ সূত্রের খবর, গ্রেফতারির পর সইফি দাবি করেছে ট্রেন যাত্রীদের গায়ে আগুন লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাকে৷ সইফির এই দাবি অবশ্য খতিয়ে দেখছে পুলিশ৷
গত ২ এপ্রিল কেরলের কোঝিকোড়ে আলাপ্পুঝা-কন্নৌড় এক্সিকিউটিভ এক্সপ্রেসের ডি ১ কামরায় হাড় হিম করা ঘটনা ঘটে৷ চলন্ত ট্রেনের মধ্যেই এক সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় সইফি৷ এর জেরে আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন৷ রেল লাইন থেকে উদ্ধার হয় ওই কামরায় থাকা একটি শিশু, এক মহিলা এবং এক পুরুষের দেহ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
এই ঘটনার পরই ট্রেন থেকে নেমে গা ঢাকা দেয় সইফি৷ ঘটনার গতিপ্রবাহ দেখে প্রথম থেকেই জঙ্গি যোগের সন্দেহ করছিল পুলিশ৷ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে অভিযুক্তের স্কেচ আঁকা হয়৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পেট্রোল, ডায়েরি, ফোন৷ সেই সূত্রেই পুলিশ অভিযুক্তের নাম জানতে পারে৷ এর পরই শুরু হয় তল্লাশি৷
advertisement
প্রথমে পুলিশ জানতে পারে, সইফির বাড়ি দিল্লির শাহিনবাগ এলাকায়৷ কিন্তু সেখানে গিয়েও সইফির খোঁজ পায়নি পুলিশ৷ আবার একই নামের বেশ কয়েকজনকে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়৷ কিন্তু আসল শাহরুখ সইফির খোঁজ মিলছিল না৷
advertisement
শেষে সূত্র মারফত গোয়েন্দারা জানতে পারেন, মহারাষ্ট্রের রত্নাগিরির একটি হাসপাতালে মাথার চোটের চিকিৎসা করাতে গিয়েছে অভিযুক্ত শাহরুখ সইফি৷ চলন্ত ট্রেন থেকে নেমে পালাতে গিয়ে এই চোট পেয়েছিল সে৷ কিন্তু চিকিৎসার মাঝপথেই রত্নাগিরির ওই হাসপাতাল থেকে পালায় শাহরুখ৷ এর পরেই আরও জোর কদমে তল্লাশি শুরু হয়৷
ইতিমধ্যেই কেরল পুলিশের একটি দল মহারাষ্ট্রে পৌঁছেছে৷ সইফির পরিবার পুলিশকে জানিয়েছে, গত ৩১ মার্চ থেকে নিখোঁজ তাঁদের ছেলে৷
advertisement
বর্তমানে রত্নাগিরিতে রেল পুলিশের হেফাজতে রয়েছে সইফি৷ তবে সহযাত্রীদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সইফির দাবি ঠিক কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক এবং তদন্তকারী গোয়েন্দারা৷ সহযাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ তাকে সত্যিই কেউ দিয়েছিল কি না, সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, এ সবও খতিয়ে দেখা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala train fire update: ট্রেন যাত্রীদের গায়ে আগুন দেওয়ার নির্দেশ ছিল! অবশেষে জালে কেরলে কাণ্ডে অভিযুক্ত, চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement