কলকাতা: ভিডিও ভাইরাল! আর এমন দৃশ্য ভারতে এখনই দেখা যাবে , তা বোধহয় বড় একটা কেউ ভেবে উঠতে পারেননি৷ তাই এমন দৃশ্য দেখার পর তা নেট দুনিয়ার ভাইরাল রিল৷ কি কাণ্ড, কি কাণ্ড দিল্লি মেট্রোতে এক তরুণীকে দেখা গেল কার্যত বিকনিতে৷ না কোনও শ্যুট নয় নিজের কোনও দৈনন্দিন সফরে তিনি এহেন পোশাক পরেছিলেন যা নিয়ে সরগরম৷ ভদ্রমহিলার পরণে বিকনির পর উর্ধ্বাঙ্গে শুধুমাত্র বক্ষদেশটি ঢাকা ছিল৷ অন্যদিকে নিচে বিকনির নিচের প্যান্টির মতো পোশাকের বদলে সামান্য একটু বড় নিম্নাঙ্গ ঢাকা পোশাক৷
ভদ্রমহিলা সিটে বসে থাকার সময়ে রুকস্যাকটি সামনে রেখেছিলেন বলে বসে থাকার সময় পোশাকটি কতটা স্বল্প সেটা না বোঝা গেলেও উঠে দাঁড়াতেই তাঁর স্বল্প দৈর্ঘ্যের বিকনি পোশাকটি দেখা যাচ্ছে৷
দেখে নিন সেই সাহসী পোশাকের মারাত্মক ভাইরাল ভিডিও
No she is not @uorfi_pic.twitter.com/PPrQYzgiU2
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) March 31, 2023
ভাইরাল ভিডিও বা ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে ৷ বেশিরভাগ মানুষই মেয়েটির লজ্জাবোধ , সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে৷ অনলাইনেই মানুষ দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছেন পাবলিক প্লেসে সোশ্যাল এটিকেট যেন মেনে চলেন যাত্রীরা৷ যাতে অন্য যাত্রীদের কোনও অসুবিধা না হয় এটাই বিবৃতি জারি করা হয়েছে৷
আরও পড়ুন - Shukra Gochar: হাতে অল্প সময়, তারপরেই শুক্রের গোচর, ৪ রাশির জীবনে হবে তোলপাড়, রয়েছে অশুভ ইঙ্গিত
ডিএমআরসি অপারেশনস মেনটেইনেন্স অ্যাক্ট অনুযায়ী এই ধরণের অশালীন পোশাক ৫৯ সেকশনের অন্তর্ভুক্ত বিষয়ে পড়ে যা শাস্তিযোগ্য অপরাধ৷
আরও দেখুন -এদিকে মেট্রোতে একাধিক সময়ে অশ্লীল পোশাক পরে যাত্রীদের দেখা গেছে সেটাই এই মুহূর্তে নেটে ভাইরাল হয়ে গেছে৷
What is wrong with #delhimetro 🙈 #Girls How can you travel like this in #delhimetro 😰#DelhiMetroDiaries #delhi #womenempowement #womensafety #delhipolice #CISF #feminism #feminist #feminists ●Lets see if @OfficialDMRC @DelhiPolice have the guts to ans these ques? pic.twitter.com/IsAabGPJi7
— YoursJaskier (@JaskierYours) April 2, 2023
What is wrong with #delhimetro 🙈 #Girls How can you travel like this in #delhimetro 😰#DelhiMetroDiaries #delhi #womenempowement #womensafety #delhipolice #CISF #feminism #feminist #feminists ●Lets see if @OfficialDMRC @DelhiPolice have the guts to ans these ques? pic.twitter.com/IsAabGPJi7
— YoursJaskier (@JaskierYours) April 2, 2023
There is something bizarre going on in Delhi Metro - What is this madness 🫥 pic.twitter.com/L2SHigb29h
— Hotstuff ™ 🇮🇳 (@Hotstuffvibe) April 2, 2023
এদিকে মেয়েটিকে যাকে নিয়ে সর্বত্র এত উথালপাথাল সে অবশ্য এসবেও পিছু হঠতে নারাজ৷ সে জানিয়েছে তার শরীর তার চয়েস৷ ফলে সে যা খুশি পরতে পারে৷ তাকে দিল্লির উরফি জাভেদ হিসেবে তাঁকে দেখায় তার মন্তব্য সে নাকি আগে উরফিকে চিনত না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Metro, Viral, Viral Video