অরুণাচলে জারি হল রাষ্ট্রপতি শাসন
Last Updated:
#নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে জারি হল রাষ্ট্রপতি শাসন। রবিবার রাত থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে জারি করা হল রাষ্ট্রপতি শাসন ৷ তবে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে খুশি নয় কংগ্রেস ৷ অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করবে কংগ্রেস বলে জানা গিয়েছে ৷
রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সেই সুপারিশ পাঠানো হয়। রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পরই জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন ৷ বেশ কয়েকমাস ধরেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক গণ্ডগোল ৷ ৬০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ৩৩ জন বিধায়ক স্পিকার নাবাম রিবিয়াকে তাঁর পদ থেকে সরিয়ে দেন এবং মুখ্যমন্ত্রী নাবাম টুকির নেতৃত্বে অনাস্থা প্রকাশ করেন ৷ এদের মধ্য কংগ্রেসের ২১ জন বিদ্রোহী বিধায়কও ছিলেন ৷ এরপর নাবাম টুকি অধিবেশনকে অবৈধ ও অসাংবিধানিক বলে ২৬ জন বিধায়ককে নিয়ে বিধানসভা ছাড়েন ৷ রাজ্যে গণতন্ত্র রক্ষা করার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ৷ তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ নাবাম টুকি ৷ রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দিল্লিক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে টুকি বিরোধি গোষ্ঠী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2016 2:09 PM IST