Ram Nath Kovind: ৬০ লক্ষ কর্মসংস্থান! কোবিন্দ-বচনে বাজেটের আগে বুক বাঁধছে ভারত

Last Updated:

Ram Nath Kovind: দেশের বিভিন্ন সেক্টরে স্টার্ট-আপ গড়ে উঠেছে, যার ফলে ৬0 লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে। ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Union Budget 2022 | প্রতীকী ছবি
Union Budget 2022 | প্রতীকী ছবি
#নয়াদিল্লি: আরও মজবুত হচ্ছে ভারতের অর্থনৈতিক কাঠামো৷ ২০১৬ সাল থেকে দেশের  বিভিন্ন সেক্টরে  স্টার্ট-আপ গড়ে উঠেছে, যার ফলে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে। ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)৷
কোভিডে দেশ মুখ থুবড়ে পড়েছে৷ ধাক্কা সামলাতে পারেনি অ অনেকেই মনে করছেন, সরকারের আগামী বাজেটে (Union Budget 2022) কোভিডে ক্ষতিগ্রস্ত অর্থনীতির কিছুটা সুরাহা হবে৷  যে সমস্ত ক্ষেত্রগুলি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে বলে আশা৷ সেই আশার আলোকেই উসকে দিলেন রাষ্ট্রপতি (President)৷ পাশাপাশি এও বললেন দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে দ্রুত শেষ হবে৷ তৈরি হবে ১১টি নতুন মেট্রো লাইন৷ সেখানেও বাড়বে কর্মসংস্থান (Employment)৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) চেয়েছিলেন এশিয়ার বৃহত্তম বিমানবন্দর যেন উত্তরপ্রদেশের মধ্যেই তৈরি হয়। ফলে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর হলে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হবে। যা ঘিরেও কর্মসংস্থানের আশা রয়েছে৷ প্রায় ৫ হাজার একর এলাকা জুড়ে এই এয়ারপোর্ট তৈরি হচ্ছে।
advertisement
advertisement
আসন্ন বাজেটে  উচ্চ রাজস্বের ঘাটতি আশা করা হচ্ছে। আশা, সরকার বিনিয়োগ  কর্মসূচিতেও উল্লেখযোগ্য সংস্কার আনবে৷ সোমবার শুরু হল সংসদের  বাজেট অধিবেশন (Union Budget 2022)৷ ২০২২-২৩ অর্থবর্ষের ইউনিয়ন বাজেট (Union Budget 2022) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Shitaraman)। দুই পর্বে অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হবে সমীক্ষা রিপোর্ট৷  সোমবার সংসদে রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। প্রথম দিনই কর্মসংস্থানের আশায় বুক বাঁধছে মানুষ৷
advertisement
তবে এবারের বাজেট অধিবেশন উত্তপ্ত হতে পারে। কোভিড থেকে পেগাসাস সব কিছু  নিয়েই বিতর্ক হতে পারে। বাজেট অধিবেশন শুরুর আগে অর্থনৈতিক অগ্রসরতার ক্ষেত্রে কোবিন্দের মুখে মোদি সরকারের প্রশংসা হয়ে উঠতে পারে বিরোধীদের চক্ষুশূল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Nath Kovind: ৬০ লক্ষ কর্মসংস্থান! কোবিন্দ-বচনে বাজেটের আগে বুক বাঁধছে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement