TMC, Congress and Jagdeep Dhankhar: রাজ্যপাল এবং জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল

Last Updated:

বাংলার রাজ্যপালের আচরণ এবং জাতীয় স্তরে বিজেপির বিরোধিতা ক্রমশ তৃণমূল এবং কংগ্রেসের মধ্যেকার জমে যাওয়া বরফ গলাতে সাহায্য করছে। বাজেট অধিবেশনের সূচনা দিয়ে যার সূচনা হল বলা যেতে পারে।

#নয়াদিল্লি: বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় কি তবে কংগ্রেস ও তৃণমূলের মধ্যেকার জমে থাকা বরফ গলাতে অনুঘটকের কাজ করছেন ? প্রশ্নটা উঠেছে রাজনৈতিক মহলের অলিন্দে (TMC, Congress and Jagdeep Dhankhar)। এখানে প্রশ্ন ওঠার যথার্থ কারণও রয়েছে। সংসদের বিগত শীতকালীন অধিবেশনে বিজেপি বিরোধী প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে দেখা গিয়েছিল। এবার সেই দূরত্ব কমার ইঙ্গিত মিলছে। তেমনটা সত্যি হলে জাতীয় রাজনীতির সমীকরণ বদলাতে পারে (TMC, Congress and Jagdeep Dhankhar)।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় তার দলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রস্তাব দেন। তৎক্ষণাৎ সেই প্রস্তাবে সম্মতি দেন দলনেত্রী। প্রস্তাবটি ছিল, রাজ্যসভায় বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব আনবেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এই নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। এরইমধ্যে নিউজ এইট্টিন বাংলা কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টই জানিয়েছেন তৃণমূল যদি এমন প্রস্তাব আনে তাতে সমর্থন জানাতে পারে কংগ্রেস। কেন সমর্থন ? সে বিষয়টিও খোলসা করেছেন অধীর। তিনি বলেছেন, "যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট রাখতে এবং রাজ্যে গণতন্ত্র রক্ষা করতে তৃণমূলের এই প্রস্তাবে সমর্থন জানাতে অসুবিধা নেই কংগ্রেসের।" এখানেই থেমে থাকেননি অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
advertisement
 সোমবার বাজেট অধিবেশনের সূচনাৎপর্বে সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভাষণ দেওয়ার পর তার কাছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এক্ষেত্রেও কার্যত নিঃশর্তভাবে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় যা করেছেন, ঠিকই করেছেন। অনেক আগেই এটা করা উচিত ছিল। আমি তো অনেক আগে থেকেই এটা বলে আসছি।" সংসদে রাজ্যপালের বিষয়টি তুললে তৃণমূলকে সমর্থন নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণকে শিষ্টাচার বহির্ভুত বলে মন্তব্য করেছে বিজেপি। 
advertisement
সবকিছু দেখেশুনে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, বাংলার রাজ্যপালের আচরণ এবং জাতীয় স্তরে বিজেপির বিরোধিতা ক্রমশ তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে কার জমে যাওয়া বরফ গলাতে সাহায্য করছে। বাজেট অধিবেশনের সূচনা দিয়ে যার সূচনা হল বলা যেতে পারে। তবে এখনই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়েছে এমনটা বলার সময় আসেনি। সে জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। এক্ষেত্রে ধনকার বিরোধিতার পাশাপাশি পেগাসাস এবং চিহ্ন সহ অন্যান্য ইস্যুতে কংগ্রেস ও তৃণমূল হাত ধরাধরি করে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে।
advertisement
RAJIB CHAKRABORTY
বাংলা খবর/ খবর/দেশ/
TMC, Congress and Jagdeep Dhankhar: রাজ্যপাল এবং জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement