Donald Trump: ভারত গুরুত্বপূর্ণ ‘পার্টনার’! ফের ‘বন্ধু মোদির’ প্রশংসা ট্রাম্পের, ট্যারিফ খরা কাটিয়ে কোন পথে এগোচ্ছে ভারত-আমেরিকা সম্পর্ক?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump-Narendra Modi: ফের ‘বন্ধু মোদির’ প্রশংসা ট্রাম্পের৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসার পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের৷
নয়াদিল্লি: ফের ‘বন্ধু মোদির’ প্রশংসা ট্রাম্পের৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসার পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের৷ মঙ্গলবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ভারতকে আমেকিরার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে উল্লেখ্য৷
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এদিন এক্স হ্যান্ডেলে ভারতকে ‘আশ্চর্যজনক দেশ’ বলে উল্লেখ্য করে একটি পোস্ট করা হয়েছে৷ পোস্টে বলা হয়েছে এই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি বিশ্বের সুপ্রাচীন সভ্যতা উল্লেখ্য করে ভারতের বিশেষ প্রশংসা করা হয়েছে ওই পোস্টে৷
আরও পড়ুন: মহাদুর্লভ যোগ! ‘২৬ সালের শুরুতেই একাধিক রাজযোগ, ৩ রাশির জ্যাকপট, নতুন বছরেই সাফল্যে হাতের মুঠোয়
advertisement
advertisement
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে করা পোস্টে উল্লেখ্য, ‘‘বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার বিকাশ ক্ষেত্র হল ভারত৷ আশ্চর্য এই দেশ এবং আমেরিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের অসাধারণ বন্ধু৷-প্রেসিডেন্ট জে ট্রাম্প’’৷
advertisement
প্রসঙ্গত, ট্যারিফ আবহের খরা কাটিয়ে ফের মসৃণতার দিকেই এগোচ্ছে ভারত-আমেরিকার সম্পর্ক৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই ভারতে আসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যদিও এ বিষয়ে এখনও দু দেশের পক্ষ থেকে কোনও সিলমোহর পড়েনি৷ ট্যারিফের বোঝা বাড়ানোর ফলে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ তবে বিশ্বের রাজনৈতিক মহলের ধারণা ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে ফের ইচ্ছুক ট্রাম্প৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2025 5:10 PM IST







