বিপাকে কেজরিওয়াল, ২০ আপ বিধায়ককে বরখাস্ত রাষ্ট্রপতির !

ইন্দিরা গান্ধির মত দেহরক্ষীদের দিয়েই তাঁকে হত্যা করা হবে, এই আশঙ্কায় প্রকাশ করেছেন কেজরিওয়াল। 'আমার নিজস্ব দেহরক্ষীরাই বিজেপির কাছে রিপোর্ট করে ও একদিন তাঁরাই আমাকে শেষ করে দেবে', এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আপ প্রধান ।

ইন্দিরা গান্ধির মত দেহরক্ষীদের দিয়েই তাঁকে হত্যা করা হবে, এই আশঙ্কায় প্রকাশ করেছেন কেজরিওয়াল। 'আমার নিজস্ব দেহরক্ষীরাই বিজেপির কাছে রিপোর্ট করে ও একদিন তাঁরাই আমাকে শেষ করে দেবে', এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আপ প্রধান ।

বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন যে কুড়ি আপ বিধায়কের পদ খারিজের আর্জি জানিয়েছিল, তাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন যে কুড়ি আপ বিধায়কের পদ খারিজের আর্জি জানিয়েছিল, তাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে ওই আসনগুলিতে ফের ভোট হতে চলেছে। এই বিষয়কে সামনে রেখেই কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে বিজেপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির প্রধান।

    ২০ আপ বিধায়কের পদ খারিজে অনুমোদন ৷ অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নির্বাচন কমিশন পদ খারিজের সুপারিশ করেলাভজনক পদ বিতর্কে বিধায়ক পদ খারিজের সুপারিশ ৷ ৭০ আসনের দিল্লি বিধানসভায় সর্বোচ্চ ৭ জন মন্ত্রী হতে পারেন। অভিযোগ, মন্ত্রিত্ব পাননি এমন ২১ জন বিধায়ককে বিভিন্ন দফতরের পরিষদীয় সচিবের পদে এনে বাংলো, গাড়ি ও অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দিয়েছিল কেজরিওয়াল সরকার।

    First published:

    Tags: AAP MLA, MLA