বিপাকে কেজরিওয়াল, ২০ আপ বিধায়ককে বরখাস্ত রাষ্ট্রপতির !
Last Updated:
বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন যে কুড়ি আপ বিধায়কের পদ খারিজের আর্জি জানিয়েছিল, তাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
#নয়াদিল্লি: বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন যে কুড়ি আপ বিধায়কের পদ খারিজের আর্জি জানিয়েছিল, তাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে ওই আসনগুলিতে ফের ভোট হতে চলেছে। এই বিষয়কে সামনে রেখেই কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে বিজেপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির প্রধান।
২০ আপ বিধায়কের পদ খারিজে অনুমোদন ৷ অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নির্বাচন কমিশন পদ খারিজের সুপারিশ করে
লাভজনক পদ বিতর্কে বিধায়ক পদ খারিজের সুপারিশ ৷ ৭০ আসনের দিল্লি বিধানসভায় সর্বোচ্চ ৭ জন মন্ত্রী হতে পারেন। অভিযোগ, মন্ত্রিত্ব পাননি এমন ২১ জন বিধায়ককে বিভিন্ন দফতরের পরিষদীয় সচিবের পদে এনে বাংলো, গাড়ি ও অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দিয়েছিল কেজরিওয়াল সরকার।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2018 7:03 PM IST