#নয়াদিল্লি: বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন যে কুড়ি আপ বিধায়কের পদ খারিজের আর্জি জানিয়েছিল, তাতে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে ওই আসনগুলিতে ফের ভোট হতে চলেছে। এই বিষয়কে সামনে রেখেই কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে বিজেপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির প্রধান।
২০ আপ বিধায়কের পদ খারিজে অনুমোদন ৷ অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নির্বাচন কমিশন পদ খারিজের সুপারিশ করে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।