২৪-এর আগে জাতীয় স্তরে মহাজোটের তোড়জোড়, জাতীয় রাজনীতিতে বাড়তে চলেছে বিরোধী ঐক্য
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পটনায়েক, মায়াবতী, অরবিন্দ কেজরিওয়ালের মতো কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখা গুরুত্বপূর্ণ বিরোধী নেতা-নেত্রীদের মহাজোটে সামিল করাই মূল লক্ষ্য।
রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : ২০২৪-এর আগে জাতীয় স্তরে বিজেপ-বিরোধী মহাজোটের তোড়জোড় শুরু হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় এজেন্সি, রাহুল গান্ধি এবং আদানি ইস্যুতে সংসদে সমস্ত বিরোধী দলের ঐক্যের পর এবার সমস্ত রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠক ডাকার প্রস্তুতি শুরু হল বিরোধী শিবিরে। যদিও কীভাবে এবং কবে সেই বৈঠক হবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পটনায়েক, মায়াবতী, অরবিন্দ কেজরিওয়ালের মতো কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখা গুরুত্বপূর্ণ বিরোধী নেতা-নেত্রীদের মহাজোটে সামিল করাই মূল লক্ষ্য। শুধু সংসদে ফ্লোর ম্যানেজমেন্টের মধ্যে বিরোধী ঐক্য সীমাবদ্ধ না রেখে জাতীয় রাজনীতিতে সর্বোচ্চ নেতৃত্বের বোঝাপড়া সুনিশ্চিত করতেই এই বৈঠকের ভাবনা বলে রাজনৈতিক সূত্রের খবর। আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিএম-সহ একাধিক দলের তরফে এ বিষয়ে মল্লিকার্জুন খাড়গে-কে উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও কবে, কখন, কোথায় এই বৈঠক ডাকা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন খাড়গে।
advertisement
রাহুল ইস্যুতে সংসদে ফ্লোর স্ট্র্যাটেজির বৈঠকে যোগ দিলেও কংগ্রেসের নেতৃত্বাধীন এই বিরোধী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা নজর থাকবে সেদিকেই। প্রসঙ্গত, ৩ এপ্রিল অল ইন্ডিয়া ফেডারেশন অফ সোশ্যাল জাস্টিসের সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্যোক্তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। সশরীরে যে সমস্ত দলের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে পারবেন না, তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখবেন। রাজনৈতিক সূত্রের খবর, এখনও পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, সম্মেলনে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, সপা নেতা অখিলেশ যাদব, ভারতীয় রাষ্ট্র সমিতির কেশব রাও, আম আদমি পার্টির সঞ্জয় সিং, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, এনসিপির ছগন ভুজবাল, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, এনসি প্রবীণ নেতা ফারুক আবদুল্লা । কংগ্রেস, শিবসেনা,বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস এখনও তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেনি। তবে ডিএমকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের দল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:52 PM IST