Chattisgarh Poll of Polls: ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই, কী বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা?

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে বলা হচ্ছে সেমি ফাইনাল৷ ফলে ভাল ফল করতে মরিয়া বিজেপি, কংগ্রেস দু দলই৷

ছত্তীসগড়ে ফিরছে কংগ্রেস?
ছত্তীসগড়ে ফিরছে কংগ্রেস?
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ক্ষেত্রে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে বিজেপি-কে৷ আবার রাজস্থানে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত৷ এই পরিস্থিতিতে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সমীক্ষক সংস্থার দাবি অনুযায়ী, কংগ্রেসকে স্বস্তি দিতে চলেছে ছত্তিশগড়৷ এখন পর্যন্ত ছত্তিশগড় বিধানসভা নির্বাচন নিয়ে হওয়া প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে৷ তবে একই সঙ্গে বলতে হচ্ছে, খুব বেশি পিছিয়ে নিয়েই বিজেপি-ও৷
ছত্তিশগড় বিধানসভায় লড়াই ৯০টি আসনে৷ প্রথমসারির প্রতিটি বুথ ফেরত সমীক্ষক সংস্থার এক্সিট পোলেই এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে৷
এক নজরে দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে কতগুলি আসন দেওয়া হয়েছে-
advertisement
সমীক্ষক সংস্থাকংগ্রেসবিজেপিঅন্যান্য
জন কী বাত৪২-৫৩৩৪-৪৫
সি ভোটার৪১-৫৩৩৬-৪৮০-৪
সিএনএক্স৪৬-৫৬৩০-৪০৩-৫
অ্যাক্সিস মাই ইন্ডিয়া৪০-৫০৩৬-৪৬১-৫
ইটিজি৪৮-৫৬৩২-৪০২-৪
ম্যাট্রিজ৪৪-৫২৩৪-৪২০-২
টুডেস চাণক্য৫৭৩৩
advertisement
লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচনকে বলা হচ্ছে সেমি ফাইনাল৷ ফলে ভাল ফল করতে মরিয়া বিজেপি, কংগ্রেস দু দলই৷ তার মধ্যে রাজনৈতিকভাবে  সবথেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের ফলাফল৷ এ ছাড়াও ভোট হয়েছে মিজোরামে৷ যদিও উত্তর-পূর্বের রাজ্যটিতে বিজেপি অথবা কংগ্রেস কেউই দাগ কাটতে পারবে না বলেই প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷
advertisement
অতীতেও বহুক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফল মিথ্যে প্রমাণিত হয়েছে৷ এবার কী হয়, তা জানা যাবে আগামী রবিবার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chattisgarh Poll of Polls: ছত্তিশগড়ে ফিরছে কংগ্রেসই, কী বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement