ফের বিপাকে অল্লু অর্জুন! পদপিষ্টের ঘটনায় চার্জশিটে তারকা অভিনেতা সহ ২২ জনের নাম
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফের বিপাকে তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। পুষ্পা ২; দ্য রুল ছবির প্রিমিয়ার চলাকালীন পদপিষ্টের ঘটনায় নাম জড়িয়েছিল তারকার। এবারে অল্লু-সহ মোট ২২ জনের নামে চার্জশিট জমা করল পুলিশ।
হায়দরাবাদ: ফের বিপাকে তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। পুষ্পা ২; দ্য রুল ছবির প্রিমিয়ার চলাকালীন পদপিষ্টের ঘটনায় নাম জড়িয়েছিল তারকার। এবারে অল্লু-সহ মোট ২২ জনের নামে চার্জশিট জমা করল পুলিশ।
নামপল্লি আদালতে অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই চার্জশিট জমা করে পুলিশ। প্রিমিয়ারের ওই দিনের ঘটনায় এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর সন্তান গুরুতর আহত হয়।
প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালের ডিসেম্বরের ৪ তারিখ হায়দরাবাদের আরটিসি রোডের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলছিল অল্লু অর্জুন অভিনীত সিনেমার। সেই সময়েই সেই হলে হাজির হন অভিনেতা। আর প্রিয় অভিনেতাকে দেখতে মানুষের ঢল ভেঙে পড়ে। পদপিষ্টের ঘটনা ঘটে। আর এই ঘটনায় বছর ৩৫-এর রেবতী নামে মহিলা গুরুতর আহত হয় ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাঁর ছোট নাবালক সন্তানও বহুক্ষণ অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুলিশের তদন্তে উঠে আসে সুরক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই ছিল না সেখানে।
advertisement
advertisement
চার্জশিটে নাম রয়েছে সন্ধ্যা থিয়েটারেও। মূলত ভিড় নিয়ন্ত্রণ এবং অভিনেতা এলে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে কোনও ধারণাই ছিল না কর্তৃপক্ষের। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে।
পুলিশের চার্জশিটে যে ২৪ জনের নাম রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, অল্লুর ব্যক্তিগত ম্যানেজার, তাঁর স্টাফ, এবং আটজন ব্যক্তিগত বাউন্সার। পুলিশের দাবি
advertisement
মূলত আইপিসির ৩০৪-এ (গাফিলতির কারণে মৃত্যু) এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
২০২৪ সালে এর আগে অল্লু অর্জুনকে জামিন দেয় আদালত। এই চার্জশিটের ফলে সেই মামলা এবার গতি পাবেই বলে মনে করছে ক্ষতিগ্রস্ত পরিবার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 5:57 PM IST










