#নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকের বিষয়বস্তু এখনও বিশদে জানা না গেলেও দেশের নিরাপত্তা এবং নীতি নির্ধারণ নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর৷ তবে ভারতে ড্রোন ব্যবহারের নীতি কী হবে, এই বৈঠকে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে খবর৷ এ দিন বিকেল চারটে থেকে এই বৈঠক শুরু হয়৷
গত রবিবার জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের সাহায্যে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়৷ তার পরই এই বৈঠকে ড্রোন নিয়ে নীতি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করার উপরে আরও জোর দিচ্ছে কেন্দ্র৷ সূত্রের খবর, খুব শিগগিরই দেশে ড্রোন ওড়ানোর নীতি চূড়ান্ত করে ফেলা হবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তারা৷
ইতিমধ্যেই জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ৷ পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এই প্রথম এ দেশে ড্রোন ব্যবহার করে হামলা চালালো৷ ফলে ড্রোন নীতি নিয়ে আর দেরি করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার৷
সূত্র উদ্ধৃত করে এনডিটিভি দাবি করেছে, ভবিষ্যতে দেশের নিরাপত্তা বাহিনীকে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে এবং তার মোকাবিলায় কী কী অত্যাধুনিক সরঞ্জাম বাহিনীর প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে৷
গত দু' বছর ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্জাব এবং জম্মু কাশ্মীর থেকে গোয়েন্দা সূত্রে ড্রোন হামলার খবর ছিল৷ পাকিস্তান ভারতে অস্ত্র বা বিস্ফোরক ফেলার জন্য ড্রোন তৈরি করছে বলেই কেন্দ্রের কাছে সতর্কবার্তা ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajit Doval, Amit Shah, Narendra Modi