PM Narendra Modi: ড্রোন হামলা কীভাবে ঠেকাবে ভারত? শাহ, ডোভাল, রাজনাথের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

Last Updated:

গত রবিবার জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের (Jammu Drone Attack) সাহায্যে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়৷ তার পরই এই বৈঠকে ড্রোন নিয়ে নীতি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করার উপরে আরও জোর দিচ্ছে কেন্দ্র৷

#নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকের বিষয়বস্তু এখনও বিশদে জানা না গেলেও দেশের নিরাপত্তা এবং নীতি নির্ধারণ নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর৷ তবে ভারতে ড্রোন ব্যবহারের নীতি কী হবে, এই বৈঠকে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে খবর৷ এ দিন বিকেল চারটে থেকে এই বৈঠক শুরু হয়৷
গত রবিবার জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের সাহায্যে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়৷ তার পরই এই বৈঠকে ড্রোন নিয়ে নীতি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করার উপরে আরও জোর দিচ্ছে কেন্দ্র৷ সূত্রের খবর, খুব শিগগিরই দেশে ড্রোন ওড়ানোর নীতি চূড়ান্ত করে ফেলা হবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তারা৷
ইতিমধ্যেই জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ৷ পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এই প্রথম এ দেশে ড্রোন ব্যবহার করে হামলা চালালো৷ ফলে ড্রোন নীতি নিয়ে আর দেরি করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার৷
advertisement
advertisement
সূত্র উদ্ধৃত করে এনডিটিভি দাবি করেছে, ভবিষ্যতে দেশের নিরাপত্তা বাহিনীকে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে এবং তার মোকাবিলায় কী কী অত্যাধুনিক সরঞ্জাম বাহিনীর প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে৷
গত দু' বছর ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্জাব এবং জম্মু কাশ্মীর থেকে গোয়েন্দা সূত্রে ড্রোন হামলার খবর ছিল৷ পাকিস্তান ভারতে অস্ত্র বা বিস্ফোরক ফেলার জন্য ড্রোন তৈরি করছে বলেই কেন্দ্রের কাছে সতর্কবার্তা ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: ড্রোন হামলা কীভাবে ঠেকাবে ভারত? শাহ, ডোভাল, রাজনাথের সঙ্গে জরুরি বৈঠকে মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement