PM Modi: উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

Last Updated:

প্রথম পর্বে ২০ জন এবং পরের পর্বে ১৬ জন সাংসদ প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। সাংসদদের নিজেদের এলাকায় লাগাতার প্রবীণ মানুষদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে সুসস্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদি।

#নয়াদিল্লি: সংসদ শুরুর আগে উত্তরপ্রদেশের সাংসদদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ সকালে সভা শুরুর আগে উত্তপ্রদেশের সাংসদদের নিয়ে প্রাতরাশ বৈঠক করেন তিনি। আজাদি কি অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) উপলক্ষ্যে একটি  ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ৩৬ জন বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর (PM Modi) বৈঠকে হাজির ছিলেন।
দুটি পর্বে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম পর্বে ২০ জন এবং পরের পর্বে ১৬ জন সাংসদ যোগ দেন বৈঠকে। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। সাংসদদের নিজেদের এলাকায় লাগাতার প্রবীণ মানুষদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে সুসস্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদি। তবে এই প্রথম নয়, গত সপ্তাহে মধ্যপ্রদেশের সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বারাণসীতে বিজেপি শাসিত রাজ্যের ১২ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর এদিনের বৈঠককে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, " উত্তরপ্রদেশের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। সদ্য তিনি বারাণসীতে গিয়ে দুদিন কাটালেন। হিন্দুত্বের উপর জোর দিচ্ছেন। ওনাকে ধুতি পরে পুজো দিতে দেখা গেল। যেটা উনি পরেন না। পাজামা ছেড়েছেন। এটা ভালো।" সৌগত রায় আরও বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভায়  ১৪০ থেকে ১৫০টি করে বাস পাঠাতে হচ্ছে। উল্টোদিকে, অখিলেশের জনসভায় ভাল ভিড় হচ্ছে।
advertisement
সৌগতর ভাষায়, "দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের সাংসদরা কত উদ্ধত। কৃষকদের খুন করার পরিকল্পনা করে কৃষকদের উপর দিয়ে গাড়ি ছুটিয়ে দিলেন। যে ঘটনায় ৪ জন কৃষক মারা যায়। এখন কিছুদিন হল প্রধানমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। প্রথমে তিনি কৃষক আইন প্রত্যাহার করেছেন। কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন। আজ দলের উত্তরপ্রদেশের সাংসদদের সঙ্গে সভা সেই ড্যামেজ কন্ট্রোলের অংশ। কিন্তু যখন মানুষের পায়ের তলার মাটি সরে যায় তখন আর ড্যামেজ কন্ট্রোল কাজ করে না। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গিয়েছে। আরও সরে যাবে।"
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement