PM Modi: উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

Last Updated:

প্রথম পর্বে ২০ জন এবং পরের পর্বে ১৬ জন সাংসদ প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। সাংসদদের নিজেদের এলাকায় লাগাতার প্রবীণ মানুষদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে সুসস্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদি।

#নয়াদিল্লি: সংসদ শুরুর আগে উত্তরপ্রদেশের সাংসদদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ সকালে সভা শুরুর আগে উত্তপ্রদেশের সাংসদদের নিয়ে প্রাতরাশ বৈঠক করেন তিনি। আজাদি কি অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) উপলক্ষ্যে একটি  ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ৩৬ জন বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর (PM Modi) বৈঠকে হাজির ছিলেন।
দুটি পর্বে এই বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম পর্বে ২০ জন এবং পরের পর্বে ১৬ জন সাংসদ যোগ দেন বৈঠকে। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। সাংসদদের নিজেদের এলাকায় লাগাতার প্রবীণ মানুষদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে সুসস্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদি। তবে এই প্রথম নয়, গত সপ্তাহে মধ্যপ্রদেশের সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বারাণসীতে বিজেপি শাসিত রাজ্যের ১২ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর এদিনের বৈঠককে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, " উত্তরপ্রদেশের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। সদ্য তিনি বারাণসীতে গিয়ে দুদিন কাটালেন। হিন্দুত্বের উপর জোর দিচ্ছেন। ওনাকে ধুতি পরে পুজো দিতে দেখা গেল। যেটা উনি পরেন না। পাজামা ছেড়েছেন। এটা ভালো।" সৌগত রায় আরও বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভায়  ১৪০ থেকে ১৫০টি করে বাস পাঠাতে হচ্ছে। উল্টোদিকে, অখিলেশের জনসভায় ভাল ভিড় হচ্ছে।
advertisement
সৌগতর ভাষায়, "দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের সাংসদরা কত উদ্ধত। কৃষকদের খুন করার পরিকল্পনা করে কৃষকদের উপর দিয়ে গাড়ি ছুটিয়ে দিলেন। যে ঘটনায় ৪ জন কৃষক মারা যায়। এখন কিছুদিন হল প্রধানমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। প্রথমে তিনি কৃষক আইন প্রত্যাহার করেছেন। কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন। আজ দলের উত্তরপ্রদেশের সাংসদদের সঙ্গে সভা সেই ড্যামেজ কন্ট্রোলের অংশ। কিন্তু যখন মানুষের পায়ের তলার মাটি সরে যায় তখন আর ড্যামেজ কন্ট্রোল কাজ করে না। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর পায়ের তলার মাটি সরে গিয়েছে। আরও সরে যাবে।"
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement