'স্বচ্ছতা হি সেবা অভিযান', শুরু মোদির ঐতিহাসিক ক্যাম্পেন
Last Updated:
এ দিন প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ক্যাম্পেনে হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা৷ ৪ বছর আগে কী ভাবে মোদির স্বচ্ছ ভারত মিশনের অংশ হয়েছিলেন, সেই স্মৃতিচারণ করলেন অমিতাভ৷ এই মিশনের সাফল্যের খতিয়ানও তুলে ধরলেন বিগ বি৷
#নয়াদিল্লি: স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে ঐতিহাসিক 'স্বচ্ছতা হি সেবা অভিযান' লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহাত্মা গান্ধীর দেড়শো বছর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু সপ্তাহে ব্যাপী এই ক্যাম্পেন চলবে৷ একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশনেরই ৪ বছর পূর্তি হচ্ছে৷
এ দিন প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ক্যাম্পেনে হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা৷ ৪ বছর আগে কী ভাবে মোদির স্বচ্ছ ভারত মিশনের অংশ হয়েছিলেন, সেই স্মৃতিচারণ করলেন অমিতাভ৷ এই মিশনের সাফল্যের খতিয়ানও তুলে ধরলেন বিগ বি৷
Prime Minister sweeps the premises of Baba Sahib Ambedkar Higher Secondary School in Paharganj as a part of #SwachhataHiSeva movement. pic.twitter.com/ky55AHCQix
— ANI (@ANI) September 15, 2018
advertisement
advertisement
বিগ বি-র কথায়, 'আমি মনে করি, মানুষের চারপাশ পরিষ্কার রাখাই প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত৷ আমরপা ক্লিনাথন শুরু করেছি৷ আমি স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে সব সময় আছি৷ ৪ বছর আগে এ দেশের মানুষকে আমি স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে পরিচয় করিয়েছিলাম৷'
দেশকে স্বচ্ছ করার এই কর্মযজ্ঞে টাটা ট্রাস্ট নতুন প্রযুক্তি দিয়ে সাহায্য করবে বলে জানালেন রতন টাটা৷ প্রধানমন্ত্রী বলেন, '৪ বছর আগে এই ক্যাম্পেন আমরা শুরু করেছিলাম৷ আমার গর্ব, এই দেশে আমাদের পাশে থেকেছে৷ স্বচ্ছ ভারত মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2018 5:27 PM IST
