‘দেশের সংবিধানকে কোনওদিনই গুরুত্ব দেয়নি’, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী
Last Updated:
‘দেশের সংবিধানকে কোনওদিনই গুরুত্ব দেয়নি’, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী
#নয়াদিল্লি: জরুরি অবস্থা নিয়ে মুখ খুলে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির অভিযোগ, দেশের সংবিধানকে কোনওদিনই গুরুত্ব দেয়নি কংগ্রেস। একটি পরিবারের ভালোমন্দ নিয়ে তাদের যত কারবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ৪৩ বছর আগের ঘটনা কী এবার ইস্যু হচ্ছে ২০১৯ এর ভোটেও?
অন্যান্য ইস্যুর পাশাপাশি ২০১৯ এর ভোটে কী গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৪৩ বছর আগের এক অধ্যায়? সেই সম্ভাবনাই স্পষ্ট হল এদিন।
advertisement
আরও পড়ুন: লড়লেন মেসি, ম্যাজিকে মজলো দুনিয়া
জরুরি অবস্থার সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয়েছিল সাধারণ মানুষকে। প্রতিবাদীদের কণ্ঠরোধে চরম দমননীতি নিতেও পিছপা হয়নি সরকার। মোদির অভিযোগ, এরপরও গণতন্ত্র নিয়ে বিজেপির দিকেই আঙুল তোলে কংগ্রেস।
advertisement
নতুন প্রজন্মের কাছে জরুরি অবস্থা অতীত। অথচ এদের ভোটই মোদির লক্ষ্য। এনিয়ে মুখ খুলে জরুরি অবস্থার আতঙ্কের কথাই যেন মনে করাতে চাইলেন প্রধানমন্ত্রী।
জরুরি অবস্থা প্রসঙ্গ বরাবরই কংগ্রেসের কাছে অস্বস্তির। ২০১৫ সালে দলীয় মুখপত্রে এনিয়ে ভুল স্বীকার করে কংগ্রেস নেতৃত্ব। তারপরও পুরোপুরি মুছে যায়নি সেই স্মৃতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2018 10:23 AM IST