One Nation One Election: 'এক দেশ এক ভোট' নিয়ে কমিটি ঘোষণা মোদির
Last Updated:
#নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ইস্যুতে একটি বিশেষজ্ঞ প্যানেল গড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্যানেল 'এক দেশ, এক নির্বাচন'-এর সুবিধা ও অসুবিধা নিয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পরামর্শ দেবে৷ বুধবার সর্বদল বৈঠকের পর জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
Prime Minister Narendra Modi: Had a great meeting with Presidents of various political parties. Multiple issues of national importance were discussed. I thank the various leaders for their informed suggestions. (file pic) pic.twitter.com/HpuOo5N3Ho
— ANI (@ANI) June 19, 2019
advertisement
প্রধানমন্ত্রীর ডাকে ওই সর্বদল বৈঠকে বেশির ভাগ দলই এক দেশ এক নির্বাচনের সমর্থন করেছে বলে দাবি রাজনাথ সিংয়ের৷ রাজনাথের কথায়, 'আমরা ৪০টি রাজনৈতিক দলকে আমন্ত্রম জানিয়েছিলাম৷ এর মধ্যে ২১টি দলের সভাপতি বৈঠকে অংশ নিয়েছেন৷ ৩টি দলের সভাপতি তাঁদের মত লিখিত ভাবে জানিয়েছেন৷' বামেরা বৈঠকে অংশ নিলেও এক দেশ এক নির্বাচন পদ্ধতির বিরোধিতা করেছেন৷ বামেরাই তা জানিয়েছেন৷ যদিও এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দাবি, বামেরা ভিন্ন মত পোষণ করেছেন৷ কিন্তু এই চিন্তাভাবনাটির বিরোধিতা করেননি৷ প্রস্তাবিত কমিটির গঠন, চেহারা কী হবে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
advertisement
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 'এক দেশ এক নির্বাচন'-ের প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ তাঁর কথায়, 'পর পর নির্বাচনের জেরে উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হয়৷ তাই এক দেশ এক নির্বাচনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বিজেডি৷' মুম্বইয়ের কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওযরার মতে, এই বিষয়ে সংসদে বিতর্কের প্রয়োজন রয়েছে৷
আরও ভিডিও: Video: এক দেশ, এক ভোট এখনই সম্ভব নয়, কেন্দ্রের প্রস্তাবে ধাক্কা নির্বাচন কমিশনের
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2019 9:34 PM IST