পিএম কেয়ারসে ১৩ হাজার কোটি টাকা, কোভিডে ব্যয় হয়েছে ৬০ শতাংশ: তথ্য প্রকাশ করল কেন্দ্র

Last Updated:

পিএম কেয়ারস তহবিল থেকে ৮৩ কোটি টাকায় জম্মু এবং শ্রীনগরে ৫০০ শয্যার দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হয়।

#নয়াদিল্লি: পিএম কেয়ারস নিয়ে তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস পর্যন্ত ‘পিএম কেয়ারস’ তহবিলে ১৩,০০০ কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা একটি রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে। করোনা অতিমারীর সময় জরুরি পরিস্থিতিতে অনুদান সংগ্রহের জন্য এই তহবিল চালু করে কেন্দ্র সরকার।
নিউজ ১৮-এর হাতে এসেছে পিএম কেয়ারস ফান্ডের সেই রিপোর্ট। তা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ২০২০ সালের মার্চ মাসে ফান্ড শুরু হওয়ার পর থেকে দুই বছরে ১৩ হাজার কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে। এই অনুদানের ৬০ শতাংশ অর্থাৎ প্রায় ৭৭০০ কোটি টাকা, এই বছরের মার্চ পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। মেডিক্যাল অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন, সরকারি হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ এবং অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে এ সব অর্থ ব্যয় করা হয়েছে।
advertisement
advertisement
২০২০-২১ সালে পিএম কেয়ারস তহবিলে জমা পড়ে ৭,১৮৩ কোটি টাকা। বিদেশ থেকে আসে ৪৯৫ কোটি টাকা। গত অর্থবর্ষে দেশবাসীর থেকে ১,৮৯৭ কোটি টাকা এবং বিদেশ থেকে মাত্র ৪১ কোটি টাকা অনুদান মেলে। উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে পিএম কেয়ারস ফান্ড গঠনের পর ব্যক্তিগত ভাবে ২.২৫ লক্ষ টাকা দান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
advertisement
রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে পিএম কেয়ারস ফান্ডের জমা পড়া অনুদান থেকে সুদ মিলেছে ১৬০ কোটি টাকা। ২০২০-২১ আর্থিক বছরে এই সুদের পরিমাণ ছিল ২৩৫ কোটি টাকা। এ থেকে বোঝা যাচ্ছে গত মার্চ পর্যন্ত পিএম কেয়ারস ফান্ডে আসা ১৩,০৫৪ কোটি টাকার মধ্যে সুদ থেকে প্রাপ্ত আয় ৩৯৫ কোটি টাকা।
advertisement
খরচ:
গত অর্থবর্ষে পিএম কেয়ারস তহবিল থেকে ৮৩৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ৫০ হাজার ‘মেড ইন ইন্ডিয়া’ ভেন্টিলেটর পাঠানো হয়। ডেডিকেটেড প্রেসার সুইং অ্যাবসর্পশন (পিএসএ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনে খরচ হয় ১৭০৩ কোটি টাকা। রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, দেশ জুড়ে ৯৯,৯৮৬ অক্সিজেন কনসনট্রেটরের জন্য ৫০০ কোটি টাকা এবং এসপিও২ ভিত্তিক অক্সিজেন নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে নন রিব্রেদার মাস্ক এবং এই জাতীয় আরও ১০ লক্ষ মাস্কের জন্য খরচ হয়েছে ৩২২ কোটি টাকা।
advertisement
এখানেই শেষ নয়, পিএম কেয়ারস তহবিল থেকে ৮৩ কোটি টাকায় জম্মু এবং শ্রীনগরে ৫০০ শয্যার দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হয়। উত্তর প্রদেশের লখনউতে ডিআরডিও অটল বিহারি বাজপেয়ী কোভিড হাসপাতাল তৈরি করে। সেখানে ব্যয় হয় ১৩ কোটি টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পিএম কেয়ারসে ১৩ হাজার কোটি টাকা, কোভিডে ব্যয় হয়েছে ৬০ শতাংশ: তথ্য প্রকাশ করল কেন্দ্র
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement