Madurai Train Fire : মাদুরাইয়ে তীর্থযাত্রী বোঝাই ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিহত অন্তত ৯, আহত ২০, চলছে উদ্ধারকাজ

Last Updated:

Massive Train Fire In Madurai : শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবাহ এই দুর্ঘটনা ঘটেছে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে

ছবি-সোশ্যাল মিডিয়া
ছবি-সোশ্যাল মিডিয়া
মাদুরাই : কমপক্ষে ৯ জনের মৃত্যু হল চলন্ত ট্রেনের অগ্নিকাণ্ডে। আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবাহ এই দুর্ঘটনা ঘটেছে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রী ভর্তি এই ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।প্রাথমিক অনুসন্ধান থেকে পাওয়া তথ্য বলছে ট্রেনের যাত্রীরা কামরায় রান্না করছিলেন। তাঁদের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে।
যে কামরায় প্রথম আগুন লাগে, সেখান থেকে দ্রুত পাশের কামরায় ছড়িয়ে পড়ে অগ্নিশিখা। যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সকাল ৭.১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে রেল সূত্রে।
advertisement
advertisement
মাদুরাইয়ের জেলাশাসক এম এস সঙ্গীতা জানান ‘‘আজ ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ট্রেনটির একটি কামরায় আগুন লেগে গিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আগত তীর্থযাত্রীরা ওই ট্রেনে ছিলেন। তাঁরা কফি তৈরির জন্য কামরায় গ্যাস জ্বালাতেই সিলিন্ডার ফেটে যায়। আমরা এখনও পর্যন্ত ৯ টি দেহ উদ্ধার করতে পেরেছি।’’
advertisement
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে আসা নিহত ৬ জন পর্যটককে শনাক্ত করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Madurai Train Fire : মাদুরাইয়ে তীর্থযাত্রী বোঝাই ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! নিহত অন্তত ৯, আহত ২০, চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement