তেল কম্পানিগুলির সঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক, কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম
Last Updated:
রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। টানা মূল্যবৃদ্ধির জেরে এবার সর্বকালের রেকর্ডও ভেঙে দিল পেট্রল, ডিজেল।
#নয়াদিল্লি: রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। টানা মূল্যবৃদ্ধির জেরে এবার সর্বকালের রেকর্ডও ভেঙে দিল পেট্রল, ডিজেল। এই মূল্যবৃদ্ধির জেরে বিপাকে আমজনতা।
মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তেল কম্পানিগুলির সঙ্গে তারা বৈঠক করবেন ৷ অনুমান করা হচ্ছে যে বৈঠকে জ্বালানির দাম কমানোর বিষয় নিয়ে আলোচনা করা হবে ৷ এই বৈঠকের পর পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
দুই জ্বালানি মহার্ঘ হওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামবৃদ্ধির যুক্তি শুনিয়েছে তেল সংস্থাগুলি।
advertisement
পেট্রোপণ্যে মোটা উৎপাদন শুল্ক বসিয়ে কোষাগার ভরানোর রাস্তা নিয়েছিল মোদি সরকার। আর বিশ্বের বাজারে তেলের দাম বাড়তেই তারা কার্যত হাত তুলে নিয়েছে। কেন সাধারণ মানুষকে অহেতুক করের বোঝা সইতে হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৬.৮৩ টাকা ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৮.০৪ টাকা প্রতি লিটারে ৷ কলকাতা ডিজেলের দাম হল লিটার প্রতি ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রোলের দাম বেড়ে হল লিটারপ্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2018 1:52 PM IST