পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া, ধর্মঘটে যাওয়ার ভাবনা পেট্রোলিয়াম ডিলারদের
Last Updated:
রবিবারের পর আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ডিজেলের দামের নতুন রেকর্ড। আজ ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি ২৬ পয়সা।
#নয়াদিল্লি: রবিবারের পর আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ডিজেলের দামের নতুন রেকর্ড। আজ ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি ২৬ পয়সা। এর ফলে কলকাতা ডিজেলের দাম হল লিটারপ্রতি ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৯ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল লিটারপ্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা।
রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে কেন্দ্র ভাঙা রেকর্ডের মতো শুনিয়ে যাচ্ছে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এই পরিস্থিতি। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজা। অথচ কয়েক বছর আগেই তেলের দাম অনেকটাই কম ছিল।
advertisement
advertisement
পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দামের জেরে ধর্মঘটে যাওয়ার ভাবনা পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের ৷ আজ মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ডিলার্স অ্যাসোঃ সভাপতি তুষার সেন জানিয়েছেন, ‘পেট্রোপণ্যের দাম আরও বাড়বে ৷ মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ সমস্যা জড়িয়ে ৷ বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ৷ আমরা সরকারের সঙ্গে কথা বলব ৷ আমরা একদিনের ধর্মঘটের পথে যাব ৷ পেট্রোপণ্যে জিএসটি লাগু করা হোক ৷ পেট্রোপণ্যে জিএসটি লাগু নয় কেন?
advertisement
Location :
First Published :
May 22, 2018 10:33 AM IST