বড় সুখবরের অপেক্ষা, দেশজুড়ে এবার কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম!

Last Updated:

petrol-diesel price cut: এক বছর দাম কমেনি পেট্রোল-ডিজেলের। এবার বড় খবর আসতে পারে।

কলকাতায় আজ পেট্রোল ডিজেলের দাম কত হল দেখুন
কলকাতায় আজ পেট্রোল ডিজেলের দাম কত হল দেখুন
কলকাতা: পেট্রোল ডিজেলের দাম নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে। সূত্রের খবর, পেট্রোলিয়াম সংস্থাগুলি শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। CNBC Awaaz-এর এক্সক্লুসিভ খবর অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম শীঘ্রই কমতে পারে।
প্রতিবেদনে বলা হয়, পেট্রোলিয়াম কোম্পানিগুলো তাদের লোকসান প্রায় পুষিয়ে নিয়েছে। ওএমসি-রা চাইলে, তারা দাম কমাতে পারে। কারণ তাদের কাছে দাম কমানোর জায়গা এখন আছে। গত ত্রৈমাসিকে ওএমসিগুলির জন্য খুব ভাল ছিল। আশা করা হচ্ছে, পরবর্তী ত্রৈমাসিকেও পরিস্থিতি তাদের অনুকূলেই হবে।
আরও পড়ুন- ‘মানুষের তো কাজে ভুল হয়’, অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে রেলকর্তার বিস্ফোরক দাবি
তেল কোম্পানিগুলো বলছে, উৎপাদনের বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে পুরনো লোকসানের অঙ্কটা খুব বেশি। তবুও এবার তারা দাম কমানোর ব্যাপারে ভাবতে পারে বলে জানিয়েছে।
advertisement
advertisement
IOC-র মোট ক্ষতি ৭৮ হাজার কোটি টাকা। বর্তমানে সমগ্র ইনডাস্ট্রির ক্ষতির আঙ্ক প্রায় ১.৬৪ লক্ষ কোটি টাকা। গত এক বছর ধরে পেট্রোল-ডিজেলের দামের পরিবর্তন করা হয়নি।
এক বছরেরও বেশি সময় ধরে দাম স্থিতিশীল রয়েছে। ক্রমাগত বলা হচ্ছিল, অপরিশোধিত তেলের দাম কমার পরও তেল কোম্পানিগুলো দাম কমায়নি।
আরও পড়ুন- বিজেপি নেতা খুনে অভিযুক্ত, যোগীরাজ্যে আদালতের বাইরেই গ্যাংস্টারকে গুলি করে হত্যা
আপনি একটি মেসেজ পাঠিয়ে আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম সম্পর্কেও জানতে পারেন। এর জন্য আপনাকে RSP এবং আপনার শহরের কোড লিখতে হবে। আপনাকে মেসেজ পাঠাতে হবে 922499229 নম্বরে।
advertisement
এছাড়াও, আপনি আইওসিএল-এর ওয়েবসাইটে গিয়ে দামগুলিও পরীক্ষা করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বড় সুখবরের অপেক্ষা, দেশজুড়ে এবার কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement