Crime News: বিজেপি নেতা খুনে অভিযুক্ত, যোগীরাজ্যে আদালতের বাইরেই গ্যাংস্টারকে গুলি করে হত্যা!

Last Updated:

গুলি চলল লখনউ আদালত চত্তরের বাইরে। হত‍্যা করা হল গ্যাংস্টার সঞ্জীব জিভাকে

বিজেপি নেতা খুনে অভিযুক্ত, যোগীরাজ্যে আদালতের বাইরেই গ্যাংস্টারকে গুলি করে হত্যা!
বিজেপি নেতা খুনে অভিযুক্ত, যোগীরাজ্যে আদালতের বাইরেই গ্যাংস্টারকে গুলি করে হত্যা!
উত্তরপ্রদেশ: গুলি চলল লখনউ আদালত চত্তরের বাইরে। হত‍্যা করা হল গ্যাংস্টার সঞ্জীব জিভাকে। বিজেপি নেতা ব্রহ্ম দত্ত দ্বিবেদী হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন সঞ্জীব জিভা৷ রাজনীতিবিদ এবং তথাকথিত গ্যাংস্টার মুখতার আনসারির সহযোগী ছিলেন সঞ্জীব৷
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অপরাধী জিভাকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হচ্ছিল৷ তখনই আইনজীবীর পোশাক পরিহিত এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঘটনাস্থলেই মারা যান সঞ্জীব জিভা৷ এই ঘটনায় এক তরুণীও আহত হয়েছেন৷ তরুণীর গায়ে গুলি লেগেছে৷
advertisement
রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন উত্তর প্রদেশের কুখ্যাত দুষ্কৃতী সঞ্জীব৷ প্রশাসনিক কর্মকর্তারা তাঁর রক্ত বন্ধ করার চেষ্টা করছেন৷ আদালত চত্ত্বর থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনই দেখা যাচ্ছে৷ জিভার ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আততায়ী ধরা পড়েছে৷ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
advertisement
উত্তর প্রদেশের এই দুষ্কৃতির বিরুদ্ধে অবশ্য অভিযোগ একটি নয়৷ বিজেপির বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে হত্যার ঘটনায় সঞ্জীব মহেশ্বরী জিভা সহ-অভিযুক্ত ছিলেন৷
বিজেপি নেতা ব্রহ্ম দত্ত দ্বিবেদী এবং তাঁর বন্দুকধারী বডিগার্ডকে হত্যা করা হয়৷ ১৯৯৭ সালের ১০ই ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে৷ ঘটনার আগে ব্রহ্ম দত্ত দ্বিবেদী ফারুক্কাবাদ জেলার একটি তিলক অনুষ্ঠানে গিয়েছিলেন৷ এই অনুষ্ঠান থেকে ফেরার পথেই দুজনকে হত্যা করা হয়৷ মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছিলেন ব্রহ্ম দত্ত দ্বিবেদীর ড্রাইভার শের সিং আলিয়াস রিঙ্কু৷ ঘটনার দিনই ব্রহ্ম দত্তের ভাইপো থানায় এইআইআর দায়ের করেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বিজেপি নেতা খুনে অভিযুক্ত, যোগীরাজ্যে আদালতের বাইরেই গ্যাংস্টারকে গুলি করে হত্যা!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement