#RIPArunJaitley: জেটলির মৃত্যুর পর ভারতের এই গ্রাম এখন শোকে ডুবে, অশৌচের কারণে চড়ল না হাঁড়ি
Last Updated:
তখন অরুণ জেটলি ছিলেন অর্থমন্ত্রী। মোদির আদর্শ সাংসদ গ্রাম যোজনার আওতায় গুজরাতের ভদোদরার কারনালি গ্রামটি দত্তক নিয়েছিলেন। এর আগে কারনালি গ্রামের কোনও উন্নয়নই হয়নি। জেটলি দত্তক নেওয়ার পরে কারনালি গ্রাম হয়ে ওঠে আধুনিক।
#নয়াদিল্লি: পিছিয়ে পড়া গ্রামগুলির উন্নয়নের জন্য ২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী সাংসদদের বলেছিলেন গ্রাম দত্তক নিতে। কয়েকদিনের মধ্যেই ২০১৫ সালের জানুয়ারিতে আদর্শ সাংসদ গ্রাম যোজনার আওতায় গুজরাতের ভদোদরার কারনালি গ্রামটি দত্তক নিয়েছিলেন অরুণ জেটলি। এরপরেই কারনালি হয় ঝাঁ-চকচকে। রাস্তা, স্কুল , হাসপাতাল-সহ বিভিন্ন উন্নয়ন হয়। এখন চিরঘুমে অরুণ জেটলি। কারনালির তাই মন খারাপ।
তখন অরুণ জেটলি ছিলেন অর্থমন্ত্রী। মোদির আদর্শ সাংসদ গ্রাম যোজনার আওতায় গুজরাতের ভদোদরার কারনালি গ্রামটি দত্তক নিয়েছিলেন। এর আগে কারনালি গ্রামের কোনও উন্নয়নই হয়নি। জেটলি দত্তক নেওয়ার পরে কারনালি গ্রাম হয়ে ওঠে আধুনিক। আশপাশের পিপিয়া, ভাদিয়া, বাগলিপুরা গ্রামগুলিও আদর্শ গ্রাম যোজনায় উন্নয়নের আলো দেখেছে। অরুণ জেটলির প্রয়াণে গ্রামগুলোর চোখে জল।
advertisement
কারনালি ত্রিবেণী সংগম থেকে চান্দোদ ত্রিবেণী সংগম পর্যন্ত ওড়সান নদীর উপরে তৈরি হয় সেতু। ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল সেতু তৈরি। সেতু তৈরির কাজ শেষ হয় ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি। অরুণ জেটলি উদ্বোধন করেছিলেন আইএস পুলকার। চান্দোদ থেকে কারনালির দূরত্ব ছিল পঞ্চাশ কিলোমিটার। যে জায়গা থেকে সেতুটি শুরু হয়, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে কারনালি গ্রাম। তাই এই সেতু তৈরি হওয়ার পরে গ্রামের যাতায়াতের সমস্যাও ঘোচে।
advertisement
advertisement
আদর্শ গ্রাম যোজনার আওতায় রাস্তা, স্কুল, হাসপাতাল তৈরি হয়েছে। কারনালি গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান করতে অরুণ জেটলি তৈরি করেছিলেন জলের ট্যাঙ্ক। কারনালির নর্মদা নদীর তীরে সোমনাথ ঘাটটিকে নতুন করে সংস্কার করা হয়েছিল জেটলিরই উদ্যোগে। সোমনাথ ঘাটে প্রথম পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলেন তিনি।
কারনালি, পিপিয়া, ভাদিয়া, বাগলিপুরের মত ছোট গ্রামগুলির নাম একসময় কেউ শোনেইনি। অরুণ জেটলি গ্রামের দত্তক নেওয়ার পর ভালভাবে বাঁচতে শিখেছেন গ্রামের বাসিন্দারা। অরুণ জেটলির কথা বারবার মনে পড়ছে গ্রামগুলোর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2019 8:54 PM IST