Diamond Viral Video: যেন সিনেমার দৃশ‍্য! রাস্তায় ছড়িয়ে প্রচুর ‘হিরে’, দেখেই ঝাঁপিয়ে পড়লেন অনেকে

Last Updated:

সুরাতের মিনী বাজারে ঘটেছে এই চাঞ্চ‍ল‍্যকর ঘটনা। হিরা শিল্পে মন্দার কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে জনপথে হিরে ছুড়ে ফেলবেন। সম্প্রতি এমনই এক বার্তা ভাইরাল হয়ে যায়।

যেন সিনেমার দৃশ‍্য! রাস্তায় ছড়িয়ে প্রচুর ‘হিরে’, দেখেই ঝাঁপিয়ে পড়লেন অনেকে
যেন সিনেমার দৃশ‍্য! রাস্তায় ছড়িয়ে প্রচুর ‘হিরে’, দেখেই ঝাঁপিয়ে পড়লেন অনেকে
খুচরো পয়সা নয়, রাস্তায় ছড়িয়ে আছে হিরে? সুরাতের রাস্তায় হিরে খুঁজতে ব‍্যস্ত সকলে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সুরাতের মিনি বাজারে ঘটেছে এই চাঞ্চ‍ল‍্যকর ঘটনা। হিরা শিল্পে মন্দার কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে জনপথে হিরে ছুড়ে ফেলবেন। সম্প্রতি এমনই এক বার্তা ভাইরাল হয়ে যায়।
advertisement
একথা জানতে পেরেই ওই এলাকায় প্রচুর মানুষ হিরে খুঁজতে শুরু করেন। স্থানীয়দের থেকে জানা যায়, রাস্তায় ছড়িয়ে থাকা হিরে আমেরিকান হীরে হতে পারে।
advertisement
কিছু স্থানীয় ব‍্যক্তিদের জানা যায়, এক ব্যবসায়ীর হীরার প্যাকেট রাস্তায় পড়ে আছে। হিরে রাস্তায় পড়ে যাওয়ায় লোকজন খোঁজাখুঁজি শুরু করলে গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
কিন্তু রাস্তার কি সত‍্যিই হিরে ছড়িয়েছে? ছড়িয়ে থাকা ওই হিরে কি আসল? পরে জানা যায় ওইগুলি আসলে নয়, শাড়ির কাজে ব্যবহৃত নকল গয়না বা হিরা। তবে কিছু সময়ের জন্য এই ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায় মিনি মার্কেটে।
বাংলা খবর/ খবর/দেশ/
Diamond Viral Video: যেন সিনেমার দৃশ‍্য! রাস্তায় ছড়িয়ে প্রচুর ‘হিরে’, দেখেই ঝাঁপিয়ে পড়লেন অনেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement