#বঙ্গাইগাঁও: বন্যায় ডুবে গেছে রাজ্যে বিস্তৃণ এলাকা ৷ অসমের একের পর এক জেলায় বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ তাঁদের তুলে নিয়ে গিয়ে শেল্টার হোমে রাখা হচ্ছে ৷ যেদিকে তাকানো যায় সেখানেই জল এই অবস্থায় আরও মারাত্মক ছবি পাওয়া গেছে বঙ্গাইগাঁওতে ৷
সেখানে গ্রামের মানুষ পায়ের নিচের বন্যার জল পার করার জন্য সাহায্য নিচ্ছেন ইলেকট্রিকের তারের ৷ কারণ বন্যার কারণে একাধিক জায়গায় পরে রয়েছে ইলেকট্রিক তার ৷
বঙ্গাইগাঁওয়ের জামদাহ গ্রামে আই নদীর জল থেকে বাঁচতে ইলেকট্রিক তার ধরে রাস্তা পেরোচ্ছেন ৷ গ্রামের একটিইমাত্র বাঁশের ব্রিজ ছিল ৷ সেটাও বন্যার তোড়ে ভেসে ভেসে গেছে ৷ তাই বিকল্প পথ হিসেবে ঝুলন্ত ইলেকট্রিকের তার ধরে ঝুলে পার হচ্ছেন বন্যার জল ৷
বন্যার জল নাদিয়াপাড়া, কাচদহ,জারাগুরি , বঙ্গাইগাঁওতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Assam Flood, Assam Flood Situation