গ্রামের একমাত্র বাঁশের ব্রিজ ভেসে গেছে বন্যায়, ইলেকট্রিক তার ধরে যাতায়াত গ্রামবাসীদের

Last Updated:

বন্যা পরিস্থিতি ভয়াবহ অসমে

#বঙ্গাইগাঁও: বন্যায় ডুবে গেছে রাজ্যে বিস্তৃণ এলাকা ৷ অসমের একের পর এক জেলায় বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ তাঁদের তুলে নিয়ে গিয়ে শেল্টার হোমে রাখা হচ্ছে ৷ যেদিকে তাকানো যায় সেখানেই জল এই অবস্থায় আরও মারাত্মক ছবি পাওয়া গেছে বঙ্গাইগাঁওতে ৷
সেখানে গ্রামের মানুষ পায়ের নিচের বন্যার জল পার করার জন্য সাহায্য নিচ্ছেন ইলেকট্রিকের তারের ৷ কারণ বন্যার কারণে একাধিক জায়গায় পরে রয়েছে ইলেকট্রিক তার ৷
advertisement
বঙ্গাইগাঁওয়ের জামদাহ গ্রামে আই নদীর জল থেকে বাঁচতে ইলেকট্রিক তার ধরে রাস্তা পেরোচ্ছেন ৷ গ্রামের একটিইমাত্র বাঁশের ব্রিজ ছিল ৷ সেটাও বন্যার তোড়ে ভেসে ভেসে গেছে ৷ তাই বিকল্প পথ হিসেবে ঝুলন্ত ইলেকট্রিকের তার ধরে ঝুলে পার হচ্ছেন বন্যার জল ৷
advertisement
বন্যার জল নাদিয়াপাড়া, কাচদহ,জারাগুরি , বঙ্গাইগাঁওতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ানক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রামের একমাত্র বাঁশের ব্রিজ ভেসে গেছে বন্যায়, ইলেকট্রিক তার ধরে যাতায়াত গ্রামবাসীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement