Pegasus: সে কী! পেগাসাস তদন্তে সামনে আসছে ম্যালওয়্যার তত্ত্ব

Last Updated:

Pegasus: সেই ম্যালওয়্যার সফটওয়্যার পেগাসাস কিনা পেগাসাস বা কোন স্পাইওয়ার কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

পেগাসাস তদন্তে মারাত্মক তথ্য
পেগাসাস তদন্তে মারাত্মক তথ্য
#নয়াদিল্লি: পেগাসাস তদন্তে মোটেই কাটছে না ধোঁয়াশা! টেলিফোনে আড়িপাতার অভিযোগের পর থেকে আম জনতার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে সামনে এল নতুন এক তথ্য। আদালত গঠিত 'টেকনিক্যাল কমিটি'র পরীক্ষা করা ২৯ টি মোবাইল ফোনের মধ্যে ৫টিতে ম্যালওয়্যার সফটওয়্যার পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানাল পেগাসাস তদন্তে গঠিত টেকনিক্যাল কমিটি। তবে, সেই ম্যালওয়্যার সফটওয়্যার পেগাসাস কিনা পেগাসাস বা কোন স্পাইওয়ার কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।
পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারীরা টেকনিক্যাল কমিটির রিপোর্ট প্রকাশের দাবি করেছেন। যদিও কমিটি আবেদন জানিয়েছে যেন তাদের রিপোর্ট প্রকাশে না আনা হয়। প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের।
পেগাসাস নিয়ে দেশজুড়ে আন্দোলনের ঝড় ওঠে। বিরোধীদের দাবি, দেশের মানুষের ব্যক্তিগত জীবনে আরি পাতছে মোদি সরকার।
advertisement
advertisement
এদিনের শুনানিতে টেকনিক্যাল কমিটি জানিয়েছে, সরকার তদন্তে সহযোগিতা করছে না। প্রধান বিচারপতি এনভি রামানা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন, " একটা কথা কমিটি জানিয়েছে, ভারত সরকার সহযোগিতা করছে না। যে কথা আপনারা বলছেন, সেটাই বলতে হবে।" তিনি বলেন, " এটা একটা বড় রিপোর্ট দেখা যাক, আমরা কোন দিকটা নিতে পারি। এই রিপোর্ট ওয়েবসাইটে তোলা হবে। কোন সমস্যা নেই।"
advertisement
ওয়াশিংটন পোস্টের একটি ১৭ সদস্যের দলের পেগাসাস প্রজেক্ট নামক রিপোর্ট এ বিষয়ে সবিস্তারে তথ্য তুলে ধরেছে। তাদের সাহায্য করেছে প্যারিসের অলাভজনক সংস্থা ফরবিডেন স্টোরিজ। এই রিপোর্ট বলছে, পেগাসাস হলো এমন একটি স্পাইওয়্যার যা যে কোনও মুহূর্তে হানাদারি চালাতে পারে। ইজরায়েলের এনএসও গ্রুপ যারা নিজেদের সইবার ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ড লিডার বলে, পেগাসাস স্পাইওয়্যা তাদেরই মস্তিষ্কপ্রসূত। এই রিপোর্টে বলা হচ্ছে ৪০টি দেশের সাতটি সরকার এই সফটওয়্যার ব্যবহার করছে। এ সংস্থার প্রধান অফিস রয়েছে বুলগেরিয়ার সাইপ্রাসে। সংস্থার শেয়ার সবথেকে বেশি রয়েছে না নোভালপিনা ক্যাপিটল নামক লন্ডনের একটি প্রাইভেট ইকুউটি ফার্মের হাতে। রিপোর্ট বলছে সারাবিশ্বে অন্তত ৫০ হাজার ফোনে স্পাইওয়্যার ইনজেক্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০ ভারতীয়ও রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pegasus: সে কী! পেগাসাস তদন্তে সামনে আসছে ম্যালওয়্যার তত্ত্ব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement