Mumbai Weather Report: টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, জারি হলুদ সতর্কতা

Last Updated:

Rain Lashes Parts Of Mumbai: ‘আইএমডি’ (IMD) তরফ থেকে বৃহস্পতিবার জোয়ারের সময় আরব সাগরের ঢেউয়ের উচ্চতা সমুদ্রতলদেশ থেকে ৩ মিটার উচ্চতায় পৌঁছতে পারে। গত দুই-তিন দিন ধরে হালকা বৃষ্টিপাতের পর বুধবার সন্ধে থেকে শহর জুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে৷

টানা বৃষ্টিপাতে জলমগ্ন মুম্বই শহরের বেশ কিছু অঞ্চল (Image: ANI)
টানা বৃষ্টিপাতে জলমগ্ন মুম্বই শহরের বেশ কিছু অঞ্চল (Image: ANI)
মুম্বই: বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ যার ফলে শহর ও শহরতলির বেশ কিছু অংশে জল জমে গিয়েছে৷ এরফলে মুম্বই শহর জুড়ে প্রবল যানজটেরও সৃষ্টি হয়েছে।
কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুম্বইয়ের আবহাওয়ার দ্রুত উন্নতি হওয়ার কোনও আশা নেই৷ ভারতীয় আবহাওয়া বিভাগের তরফ থেকে এখানে ‘হলুদ’ সতর্কতা জারি রয়েছে৷
বৃহস্পতিবার সারাদিন শহর জুড়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ মনে করা হচ্ছে, এই দিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
advertisement
সকাল থেকেই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ‘গান্ধি মার্কেট’, ‘দাদার’, ‘হিন্দমাতা’, ‘পারেল’, ‘আন্ধেরি সাবওয়ে’ সহ বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল৷ ফলে এই সব অঞ্চল জুড়েও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
অবশ্য রেল পরিষেবা স্বাভাবিক ছিল বলেই খবর পাওয়া যাচ্ছে৷ পশ্চিম রেল এবং সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই দাবি-ই করা হয়েছিল৷ তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেছিলেন কয়েকটি ট্রেন ১0 থেকে ১৫ মিনিট দেরিতে চলছিল৷ বিশেষ করে মধ্য রেলওয়েতে এই সমস্যা গুলো হচ্ছিল৷
advertisement
যদিও বিএমসির একজন মুখপাত্র জানিয়েছেন এখনও অবধি জলজমার কোনও রিপোর্ট নেই৷ বৃহন্মুম্বাই বিদ্যুৎ ও পরিবাহন দপ্তর (BEST) থেকে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টিতেও বাসের পরিষেবা স্বাভাবিক ছিল৷ এমনকি কোনও বৃষ্টির কারণে শহর ও শহরতলির কোথাও কোনও বাসের রুট ঘোরানো হয়নি৷
(IMD’s regional office) আইএমডির আঞ্চলিক সূত্রে জানানো হয়েছে আগের দিন সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা এই ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই শহরে গড়ে প্রায় 83 মিমি বৃষ্টিপাত হয়েছে৷ শহরের পূর্ব অংশে ৪৫ মিমি এবং পশ্চিমাঞ্চলে 39 মিমি বৃষ্টিপাত হয়েছে।
advertisement
‘আইএমডি’ (IMD) তরফ থেকে বৃহস্পতিবার জোয়ারের সময় আরব সাগরের ঢেউয়ের উচ্চতা সমুদ্রতলদেশ থেকে ৩ মিটার উচ্চতায় পৌঁছতে পারে। গত দুই-তিন দিন ধরে হালকা বৃষ্টিপাতের পর বুধবার সন্ধে থেকে শহর জুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে৷
মহারাষ্ট্রের কোঙ্কন-গোয়া অঞ্চলে বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে৷ বৃহস্পতিবার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়ার বেশিরভাগ জায়গা এবং উত্তর মধ্য মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Weather Report: টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, জারি হলুদ সতর্কতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement