Parliament Winter Session: সংসদ নিয়ে সোমবার বিরোধী বৈঠকের ডাক! কংগ্রেসের ডাকা বৈঠকে থাকবে তো তৃণমূল? জল্পনা তুঙ্গে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Parliament Winter Session: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে বিরোধীদের বৈঠকের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
#নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। এবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে বিরোধীদের বৈঠকের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একের পর এক মন্তব্যে তৃণমূলের সাংসদদের এই বৈঠকে উপস্থিতি নিয়ে ক্রমশ দানা বাঁধছে সংশয়।
সূত্রের খবর, সোমবার সকাল দশটায় বিরোধী শিবিরের নেতাদের বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতার ডাকা এই বৈঠকে তৃণমূল নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে এরপরেই। উল্লেখ্য, চলতি অধিবেশনে এর আগে খাড়গের ডাকা বৈঠকে যোগ দেননি তৃণমূলের কোনও সাংসদই। তাই এই বৈঠকেই তারই পুনরাবৃত্তি হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
মঙ্গলবার দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংসদ ভবনে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, দলীয় সাংসদদের পেপ-টক দিতে এবার দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার নয়, মঙ্গলবার ৭ ডিসেম্বর, রাজধানী উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিনই বেলা ১টা নাগাদ দলের সাংসদদের নিয়ে সংসদ ভবনে বৈঠকে বসার কথা অভিষেকের। সংসদীয় রণনীতি নিয়ে কথাবার্তা হবে বলে খবর। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরের সেই বৈঠক নিয়েও রাজনীতির অলিন্দে তুঙ্গে জল্পনা।
advertisement
অন্যদিকে, সোমবারই সংসদে পেশ হতে চলেছে ‘ব্যাংক বেসরকারিকরণ’ বিল! দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। সংসদে ব্যাংক আইন সংশোধনী বিল পাশ হলেই দেশজুড়ে কৃষক বিক্ষোভের (Farmers Protest) ধাঁচে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর বক্তব্য, এবার বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন প্রয়োজন।
advertisement
রবিবার এক টুইটে রাকেশ টিকায়েত জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সংসদে ব্যাংক বেসরকারিকরণ করার বিল পেশ হবে সংসদে। এই বেসরকারিকরণের (Bank Privatisation) বিরুদ্ধেও কৃষি আইনের মতো দেশজুড়ে আন্দোলনের প্রয়োজন। বস্তুত সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাংকিং আইন সংশোধনী বিল ২০২১ পেশ হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, আইনটি পাশ হয়ে গেলেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবার তারই প্রতিবাদের হুমকি দিলেন রাকেশ টিকায়েত। সবমিলিয়ে সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেও সরগরম থাকতে চলেছে পার্লামেন্ট।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 10:18 PM IST