Parliament Security Breach: জঙ্গি কার্যকলাপ নয়...পার্লামেন্টে কেন এই কাণ্ড ঘটাল ওই চারটে ছেলেমেয়ে? কারণটা কিন্তু খুব চেনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, ‘সংসদ হামলা’র ২২তম বর্ষপূর্তির দিনে এই ঘটনা ঘটলেও, এদিনের ঘটনার সঙ্গে কোনও রকমের জঙ্গি কার্যকলাপের সম্পর্ক নেই৷ সংসদ ভবনের বাইরে থেকে ধৃত নীলম এবং অমলের কাছ থেকে এমন কোনও নথি পাওয়া যায়নি যাতে বোঝা যায় তাঁরা কোনও সন্ত্রাসবাদী, বা অন্য কোনও সংগঠনের সঙ্গে যুক্ত৷
নয়াদিল্লি: বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হঠাৎই হইহই কাণ্ড৷ স্লোগান দিতে দিতে সাংসদদের বেঞ্চের উপরে ঝাঁপিয়ে পড়লেন এক যুবক৷ অন্যদিকে, ভিজিটরস গ্যালারি থেকে তখন অন্যজন ছড়াচ্ছেন হলুদ ধোঁয়া৷ দেখতে দেখতে প্রায় গোটা সংসদ ভবনের ভিতরটাই ভরে গেল সেই হলুদ ধোঁয়ায়৷ প্রথম জন যখন একের পর এক বেঞ্চে লাফ দিয়ে টপকে যাচ্ছেন, তখন তাঁকে প্রায় ধরেই ফেলেছিলেন, রাজস্থানের সাংসদ হনুমান বেণীওয়াল৷ যদিও সাংসদকে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত৷ পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন দু’জনেই৷
এদিকে, সংসদের অন্দরে যখন এই ঘটনা ঘটছে, ঠিক সেই সময়ই বাইরে সংসদ ভবন চত্বরের পরিবহণ দফতরের বাইরে হলুদ ধোঁয়া উড়িয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় এক মহিলা ও এক তরুণকে৷ তাঁদেরও সেই সময় গ্রেফতার করে পুলিশ৷
এখন প্রশ্ন, হঠাৎ কেন কাণ্ড ঘটালেন এই চারজন৷ এর পিছনে কি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ ছিল? এঁরা কি কোনও সংগঠনের সঙ্গে যুক্ত? কেন ‘সংসদ হামলা’র দিনটাকেই বেছে নিয়েছিলেন এঁরা?
advertisement
advertisement
আরও পড়ুন: স্লোগান দিতে দিতে ঝাঁপ… হলুদ ধোঁয়ায় ভরে গেল গোটা চত্বর! ‘সংসদ হামলার’ দিনই পার্লামেন্টে চূড়ান্ত গাফিলতি, দেখেছেন সেই ভিডিও?
সংসদের ভিতরে যে দু’জন ঢুকে পড়েছিলেন, তাঁদের একজনের নাম সাগর শর্মা এবং অন্যজন ৩৫ বছরের ডি মনোরঞ্জন৷ সংসদ ভবনের বাইরে যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তিনি বছর ৪২-এর নীলম এবং অপর তরুণের নাম অমল শিণ্ডে৷ তাঁর বয়স ২৫ বছর৷
advertisement
পুলিশ জানিয়েছে, ‘সংসদ হামলা’র ২২তম বর্ষপূর্তির দিনে এই ঘটনা ঘটলেও, এদিনের ঘটনার সঙ্গে কোনও রকমের জঙ্গি কার্যকলাপের সম্পর্ক নেই৷ সংসদ ভবনের বাইরে থেকে ধৃত নীলম এবং অমলের কাছ থেকে এমন কোনও নথি পাওয়া যায়নি যাতে বোঝা যায় তাঁরা কোনও সন্ত্রাসবাদী, বা অন্য কোনও সংগঠনের সঙ্গে যুক্ত৷
VIDEO | Police detain a man and a woman who were protesting outside #Parliament premises using colour smoke canisters. pic.twitter.com/V6nB7ljhXh
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
advertisement
উপরন্তু, সূত্রের খবর, এদিন ধৃত চারজনের মধ্যে একজন, হরিয়াণার নীলম সিং গ্রেফতারির পরে দাবি করেছেন, তাঁরা মূলত ‘বেকারত্বের’ বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে চেয়েছিলেন বুধবার৷ শিক্ষিত হওয়া সত্ত্বেও, এতটা বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কেন তাঁরা এখনও বেকার, কেন দেশে কর্মহীন তরুণ-তরুণীর সংখ্যা এত বেড়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাছে এই সমস্ত প্রশ্নের জবাব চাইতেই এদিন তাঁরা এই পথ বেছে নিয়েছিলেন৷ তাঁদের দাবি, এমন কিছু না ঘটানো ছাড়া, নিজের কথা কেন্দ্রীয় সরকারের কানে তোলার আর কোনও রাস্তা তাঁদের কাছে খোলা ছিল না৷
advertisement
আবার আরেকটি সূত্রের দাবি, মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতেই সংসদে এসেছিলেন ওই চারজন৷ তবে মূল কারণ, কী তা নিয়ে তদন্ত চলছে বলে সূত্রের খবর৷
#WATCH | An unidentified man jumps from the visitor’s gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
advertisement
শুধু বেকারত্বই নয়, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধিও তাঁদের প্রতিবাদের অন্যতম কারণ ছিল বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন: ABVP নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী! PhD ডিগ্রিধারী.. মধ্যপ্রদেশে শিবরাজ জমানার শেষ করলেন এই নেতা, চেনেন এঁকে?
সংসদ ভবনে ঢুকতে গেলে প্রয়োজন হয় বিশেষ পাস-এর৷ সেই পাস আবার ইস্যু করেন কোনও সাংসদ অথবা মন্ত্রী৷ যে কোনও রাজনৈতিক দলের কার্যালয় থেকেও অনেক সময় পাস ইস্যু করা হয়৷ এখন প্রশ্ন, বুধবার সংসদ ভবনে যে চারজন ঢুকে পড়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে বসল, তাঁদের কাছে কি আদৌ সংসদ চত্বরে ঢোকার পাস ছিল? থাকলে সেগুলি তাঁরা কী করে পেলেন?
advertisement
সূত্রের খবর, জানা গিয়েছে, অভিযুক্তেরা এদিনের পাস পেয়েছিলেন মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিংহর কাছ থেকে৷ দু’বারের সাংসদ ৪২ বছরের প্রতাপ এর আগে পেশায় সাংবাদিক ছিলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীও লিখেছেন তিনি৷
কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে বিভিন্ন স্তরে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা৷ ঘটনার পরে একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয় অধ্যক্ষের তরফে৷ গোটা সংসদ ভবন চত্বরে পুলিশ কুকুর নিয়ে চলে চিরুণি তল্লাশি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
December 13, 2023 5:05 PM IST