Panchayat Elections 2023: মার্চ- এপ্রিলেই রাজ্যে পঞ্চায়েত ভোট? প্রস্তুতি তুঙ্গে, খবর কমিশন সূত্রে

Last Updated:

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে ৩৮,১১৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল তৃণমূল৷ ৮০৬২টি পঞ্চায়েত সমিতি এবং ৮৭৩টি জেলা পরিষদে জয়ী হয় তারা৷

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দু' পক্ষই৷
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দু' পক্ষই৷
#কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী বছরের মার্চ- এপ্রিল মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনই৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে খবর৷
ইতিমধ্যেই নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাস, আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে৷ সম্ভবত আগামিকালই সেই তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন৷ সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ রাজ্য পুলশ দিয়েই ভোট করানো হবে বলে এখনও পর্যন্ত খবর৷
রাজ্য প্রশাসন সূত্রে খবর, নভেম্বর মাসেই দুয়ারে সরকারের শিবির আয়োজিত হবে রাজ্য জুড়ে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে যা সম্ভবত শেষ দুয়ারে সরকার হতে চলেছে৷ ফলে এই শিবির থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে৷
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য সময় ধরে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ একই ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপিও৷ তৃণমূলের পক্ষ থেকে দলের প্রথম সারির নেতাদের প্রত্যেককেই জেলায় জেলায় গিয়ে জনসংযোগ তৈরির উপরে জোর দিতে বলা হয়েছে৷ খুব শিগগিরই জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে ২০ জনের একটি বিশেষ কমিটি তৈরি করেছে রাজ্য বিজেপি৷ বিভিন্ন জেলায় জেলায় পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে৷
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে ৩৮,১১৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল তৃণমূল৷ ৮০৬২টি পঞ্চায়েত সমিতি এবং ৮৭৩টি জেলা পরিষদে জয়ী হয় তারা৷
advertisement
অন্যদিকে বিজেপি ৫৭৭৯টি গ্রাম পঞ্চায়েত, ৭৯৩টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদে জয়ী হয়৷ এই ফলের উপরে ভিত্তি করেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি জয়ী হয় বিজেপি৷
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ এবারের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করা তাই পুলিশ- প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ৷
advertisement
২০১৮ সালের পঞ্চায়েত ভোট হয়েছিল চার দফায়৷ মোট আসনের প্রায় ৩৪ শতাংশই তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Panchayat Elections 2023: মার্চ- এপ্রিলেই রাজ্যে পঞ্চায়েত ভোট? প্রস্তুতি তুঙ্গে, খবর কমিশন সূত্রে
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement