Panchayat Elections 2023: মার্চ- এপ্রিলেই রাজ্যে পঞ্চায়েত ভোট? প্রস্তুতি তুঙ্গে, খবর কমিশন সূত্রে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে ৩৮,১১৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল তৃণমূল৷ ৮০৬২টি পঞ্চায়েত সমিতি এবং ৮৭৩টি জেলা পরিষদে জয়ী হয় তারা৷
#কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী বছরের মার্চ- এপ্রিল মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এমনই৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে খবর৷
ইতিমধ্যেই নির্বাচনের জন্য সীমানা পুনর্বিন্যাস, আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে৷ সম্ভবত আগামিকালই সেই তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন৷ সম্ভবত আগামী বছরের জানুয়ারি মাসেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ রাজ্য পুলশ দিয়েই ভোট করানো হবে বলে এখনও পর্যন্ত খবর৷
রাজ্য প্রশাসন সূত্রে খবর, নভেম্বর মাসেই দুয়ারে সরকারের শিবির আয়োজিত হবে রাজ্য জুড়ে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে যা সম্ভবত শেষ দুয়ারে সরকার হতে চলেছে৷ ফলে এই শিবির থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে৷
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য সময় ধরে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ একই ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপিও৷ তৃণমূলের পক্ষ থেকে দলের প্রথম সারির নেতাদের প্রত্যেককেই জেলায় জেলায় গিয়ে জনসংযোগ তৈরির উপরে জোর দিতে বলা হয়েছে৷ খুব শিগগিরই জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে ২০ জনের একটি বিশেষ কমিটি তৈরি করেছে রাজ্য বিজেপি৷ বিভিন্ন জেলায় জেলায় পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে৷
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে ৩৮,১১৮টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল তৃণমূল৷ ৮০৬২টি পঞ্চায়েত সমিতি এবং ৮৭৩টি জেলা পরিষদে জয়ী হয় তারা৷
advertisement
অন্যদিকে বিজেপি ৫৭৭৯টি গ্রাম পঞ্চায়েত, ৭৯৩টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদে জয়ী হয়৷ এই ফলের উপরে ভিত্তি করেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি জয়ী হয় বিজেপি৷
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ এবারের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করা তাই পুলিশ- প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ৷
advertisement
২০১৮ সালের পঞ্চায়েত ভোট হয়েছিল চার দফায়৷ মোট আসনের প্রায় ৩৪ শতাংশই তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল৷
Location :
First Published :
October 18, 2022 5:01 PM IST