Viral Fish: জলে 'সোনার খনি', ১৫৭টি মাছ বিক্রি করেই প্রায় দেড় কোটি! মৎস্যজীবীদের জালে এল...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৯ মৎস্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেলেন 'সমুদ্রের সোনা' রূপী ঘোল মাছ (Viral Fish) ধরে এবং বিক্রি করে।
#পালঘর: ভারী বর্ষার মরসুমের কারণে দীর্ঘ কয়েক মাস সমুদ্রে মাছ ধরার কাজে নিষেধাজ্ঞা জারি ছিল মহারাষ্ট্রে। সেই দুঃসময় কাটিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রথম দিনেই হয়ে গেল কেল্লাফতে। ৯ মৎস্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেলেন 'সমুদ্রের সোনা' রূপী ঘোল মাছ (Viral Fish) ধরে এবং বিক্রি করে। জানা গিয়েছে, ঘোল মাছ বিক্রি করে ১.৩৩ কোটি টাকা আয় করেছেন ওই ৯ মৎস্যজীবী।
গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি ওই মৎস্যজীবীরা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। আর সেই মাছই রাতারাতি বদলে দিয়েছে তাঁদের ভাগ্য। বহুদিন পর জালে ওঠা এই মাছ বাজারে বিক্রি করে ১ কোটি ৩৩ লক্ষ টাকা রোজগার করেছেন তাঁরা।
জানা গিয়েছে, গত ২৮ অগাস্ট সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত তারে নামে এক মৎস্যজীবী। সঙ্গে আরও আট জন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাঁদের জালে জড়িয়েছে দুর্মূল্য এই মাছ। তার পর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলি। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।
advertisement
advertisement
ঘোল মাছের বিজ্ঞানসম্মত নাম 'প্রোটোনিবিয়া ডায়াকানথুস'। এই মাছ দিয়ে ওষুধ ও প্রসাধন তৈরির কাজ করা হয়। এর পাশাপাশি বিভিন্ন অস্ত্রোপচারের পর ব্যবহার হওয়া দেহের সঙ্গে মিশে যাওয়া সুতো তৈরি হয় এই মাছের শরীরের অংশ দিয়ে। হংকং, মালয়েশিয়া, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ঘোল মাছ। তা পেতেই ভাগ্য ফিরতে চলেছে ওই মৎস্যজীবীদের। এই মাছের বিপুল উপকারীতার কারণে সমুদ্রের সোনা বলা হয় ঘোলকে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2021 6:02 PM IST