পাক স্বাধীনতা দিবস কাশ্মীরের স্বাধীনতার নামে উৎসর্গ করে বিতর্ক তুললেন পাক হাইকমিশনার

Last Updated:

‘এই স্বাধীনতা দিবস কাশ্মীরের স্বাধীনতার নামে ৷ ’ ভারতে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন পাক হাইকমিশনার আব্দুল বসিত ৷

#নয়াদিল্লি: ‘এই স্বাধীনতা দিবস কাশ্মীরের স্বাধীনতার নামে ৷ ’ ভারতে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন পাক হাইকমিশনার আব্দুল বসিত ৷ রাজধানীর বুকে দাঁড়িয়ে পাক হাইকমিশনারের এমন উসকানিমূলক মন্তব্য নতুন করে ঘি ঢালল কাশ্মীর ইস্যুতে ৷ খাস দিল্লিতে বসেই পাক হাইকমিশনের কাশ্মীর নিয়ে এমন ভারত বিরোধী মন্তব্যে আবারও উত্তপ্ত হল দুই দেশের সম্পর্ক ৷
পাকিস্তানের ৭০ তম স্বাধীনতা দিবস জম্মু-কাশ্মীরের লড়াইকে উৎসর্গ করা হল বলে বিতর্কিত মন্তব্য করেছেন বসিত। স্বাধীনতার জন্য জম্মু-কাশ্মীরের মানুষের লড়াই চলবে বলে মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিয়েছেন তিনি। বুরহান ওয়ানির মৃত্যুর পর এই পথে হেঁটেই এক জঙ্গিকে শহিদ আখ্যা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
কাশ্মীর ইস্যুকে ধামাচাপা পড়তে দিতে চায় না প্রতিবেশী পাকিস্তান ৷ এদিন পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বলতে গিয়ে ভারতে পাক হাইকমিশনার আব্দুল বসির বলেন, এবারের পাক স্বাধীনতা দিবস কাশ্মীরকে উৎসর্গ করছে পাকিস্তান ৷ কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই জারি থাকবে ৷’ এতেই না থেমে তিনি আরও বলেন, ‘কাশ্মীরের স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের পাশে রয়েছে পাকিস্তান ৷ কাশ্মীর সমস্যার সমাধান না হলে ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হবে না ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাক স্বাধীনতা দিবস কাশ্মীরের স্বাধীনতার নামে উৎসর্গ করে বিতর্ক তুললেন পাক হাইকমিশনার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement