প্রধানমন্ত্রী মোদির ঝটিকা সফর, ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠাল পাকিস্তান
Last Updated:
প্রধানমন্ত্রী মোদির ঝটিকা সফর, ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠাল পাকিস্তান
#নয়াদিল্লি: রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার হয়ে ফেরার পথে লাহোরে সারপ্রাইজ ভিজিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আর এই ঝটিকা সফরে পাকিস্তানে নরেন্দ্র মোদির বিমান থামানোর জন্য ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠিয়েছে পাকিস্তান ৷ সম্প্রতি RTI অর্থাৎ তথ্য জানার অধিকার আইনে সামনে এসেছে এই তথ্য ৷
RTI-তে করা প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছেতেই ভারতীয় বায়ুসেনা লাহোরে অবতরণ করায় বিমান ৷ এর জন্য ব্যবহার করা হয় রুট নেভিগেশন পরিষেবা ৷ সেই সেবার শুল্ক হিসেবেই ভারতকে ২.৮৬ লক্ষ টাকার বিল পাঠিয়েছে পাকিস্তান ৷
এছাড়া সামনে আসা তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ভারতীয় বায়ুসেনার বিমানে মোট ১১টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইরান, ফিজি, সিঙ্গাপুর, রাশিয়া, কাতার, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ভুটান ৷
advertisement
advertisement
২০১৫ সালে ২৫ ডিসেম্বর আফগানিস্তান থেকে দিল্লি ফেরার পথে আচমকা লাহোরে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অল্প সময়ের জন্য লাহোরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান ৷ তাঁকে সপরিবারে স্বাগত জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ এয়ারপোর্ট থেকেই হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় পাক প্রধানমন্ত্রীর বাড়িতে, তাঁর জন্মদিনের অনুষ্ঠানে ৷ বিমানের যাত্রাপথ পরিবর্তনের কারণে ভারতকে ১.৪৯ লাখ টাকার বিল পাঠায় পাকিস্তান ৷
advertisement
এখানেই শেষ নয়, ২০১৬ সালের মে মাসে ইরান যাওয়ার সময় ও জুন মাসে কাতার যাওয়ার সময় প্রধানমন্ত্রীর বিমান যাত্রাপথ পরিবর্তন করে পাক ভূগন্ডের আকাশসীমা ব্যবহার করে ৷ তার জন্য যথাক্রমে ভারতীয় হাই কমিশনকে ৭৭, ২১৫ টাকা ও ৫৯, ২১৫ টাকার বিল ধরায় পাকিস্তান ৷
তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের উত্তরে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, বায়ুসেনার বিমানে এপর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা ৷ এই খরচ বহন করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ৷ শুধু বিমান ভাড়া ছাড়াও বিমানবন্দরের ট্যারিফ, অবতরণের পর বিমান খরচ, বিদেশের ভারতীয় দূতাবাসে থাকার খরচ, জ্বালানির খরচ, বিমানবন্দরের ভাড়া, কর্মী, হোটেল কর্মীদের ডিএ, খাওয়াদাওয়া ও আরও আনুষঙ্গিক খরচ এই মোট হিসাবের অন্তর্ভূক্ত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2018 11:07 AM IST