Pahalgam Terror Attack: বিরাট পদক্ষেপ...এবার প্রাক্তন RAW প্রধানকে ফিরিয়ে আনলেন মোদি, কোন পথে এগোচ্ছে প্ল্যান?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পহেলগাম হামলার পর থেকে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত৷ আজ একাধিক বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর ৭এলকেএম বাসভবনে এই বৈঠক হয়৷ এদিন এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় মন্ত্রিসভা কমিটির বৈঠক করেন নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: পারদ চড়ছে৷ পাকিস্তানের গোয়েন্দারাও সতর্ক করে দিচ্ছে সে দেশের সেনাকে৷ পাকিস্তানের মন্ত্রীরাও সন্ত্রস্ত৷ পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ থেকে শুরু করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লা তারার প্রত্যেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে স্বীকার করছেন, তাঁদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা’ সূত্রের খবর রয়েছে, খুব তাড়াতাড়িই পাকিস্তানের উপরে মিলিটারি অ্যাকশন চালাতে পারে ভারত৷ আর সেটা হতে পারে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই৷ বুধবার দিল্লিতে যে ভাবে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন নরেন্দ্র মোদি তাতে নিয়ন্ত্রণ রেখায় উত্তাপ বাড়ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা৷ জানা গিয়েছে, বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডকে নতুন করে ঢেলে সাজাল মোদির সরকার৷
জানা গিয়েছে, সশস্ত্র বাহিনী এবং কূটনীতির অবসরপ্রাপ্ত সৈনিক সহ আরও ছয়জন সদস্যকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (RAW) প্রাক্তন প্রধান অলোক জোশীকে৷
উপদেষ্টা বোর্ডের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা, প্রাক্তন সাউদার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং হলেন ভারতীয় পুলিশ সার্ভিসের দুই অবসরপ্রাপ্ত সদস্য। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার বি ভেঙ্কটেশ ভার্মাও সাত সদস্যের বোর্ডে রয়েছেন।
advertisement
advertisement
পহেলগাম হামলার পর থেকে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত৷ আজ একাধিক বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর ৭এলকেএম বাসভবনে এই বৈঠক হয়৷ এদিন এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় মন্ত্রিসভা কমিটির বৈঠক করেন নরেন্দ্র মোদি৷
advertisement
গত মঙ্গলবার নিজের বাসভবনে তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও৷ সূত্রের খবর, সেই বৈঠকেই তিন সশস্ত্র বাহিনীর ক্ষমতা এবং পেশাদারিত্বের উপরে পূর্ণ আস্থা রেখে দেশের হয়ে পহেলগাঁও হামলার বদলা নেওয়ার দায়িত্ব তাদের উপরেই ন্যস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ এদিন পহেলগাঁও হামলার বদলা কবে, কোথায়, কীভাবে নেওয়া হবে, তা স্থির করার জন্য তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
২২ এপ্রিল কাশ্মীরে পাহেলগাম সন্ত্রাসী হামলায় একজন নেপালি নাগরিক সহ ২৬ জনকে নির্মমভাবে গুলি করে খুন করেছে জঙ্গিরা৷ ঘটনার পিছনে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন TRF রয়েছে বলে জানা গিয়েছে৷ পাকিস্তান থেকে পহেলগাঁওয়ে ঢুকে বৈসরন উপত্যকায় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
April 30, 2025 2:56 PM IST

