Padma Awards2022 : Amai Mahalinga Naik: তাঁর হাতেই নিষ্ফলা জমি রূপান্তরিত বনানীতে, পদ্মশ্রী পেতে চলেছেন ৭০ বছর বয়সি কৃষক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Padma Awards2022 : Amai Mahalinga Naik: ৭০ বছর বয়সি এই প্রকৃতিসাধক নিরলসভাবে সেচখাল খনন করে চলেন কর্নাটকের কেপু গ্রামে৷ নিষ্ফলা জমিকে সিঞ্চিত করে তোলার জন্য৷
নয়াদিল্লি : তাঁর হাতে নিষ্ফলা পতিত জমি পরিণত হয়েছে অর্গ্যানিক গাছের ফার্মে৷ কর্নাটকের সেই কৃষক আমাই মহালিঙ্গ নায়েক (Amai Mahalinga Naik) সম্মানিত হতে চলেছেন পদ্মশ্রী সম্মানে (Padma Shri award)৷ ৭০ বছর বয়সি এই প্রকৃতিসাধক নিরলসভাবে সেচখাল খনন করে চলেন কর্নাটকের কেপু গ্রামে৷ নিষ্ফলা জমিকে সিঞ্চিত করে তোলার জন্য৷
আরও পড়ুন : অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সম্মানিত হতে চলেছেন পদ্মভূষণ-এ
কৃষি বিশেষজ্ঞ শ্রী পাদরের মতে, আমাই মহালিঙ্গ শূন্য থেকে শুরু করে এই জায়গায় পৌঁছেছেন৷ দীর্ঘ দিন ধরে নায়েকের কাজ পর্যবেক্ষণ করছেন শ্রী৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমার কাছে তিনি পাহাড়ের মাথায় থাকা এক সেনানীর সেনাদল৷ কিন্তু তাঁরই অদম্য আশা এবং দৃঢ়তার জন্যই সেখানে সবুজ বিকশিত হতে পেরেছে৷ যখন তিনি একের পর এক ব্যর্থ সুড়ঙ্গ খনন করছিলেন, তখন সকলে তাঁকে নিয়ে উপহাস করেছিল৷’’ আমাইয়ের হাতে যে জমি নতুন জীবন পেয়েছে, সেটা এখন একাধিক গাছ ও বাগিচার আশ্রয়স্থল৷
advertisement
What a life, what an achievement.
Karnataka's 'single man army' Amai Mahalinga Naik, who has been conferred with the Padma Shri Award.#PadmaAwards pic.twitter.com/w3AinMaq9y — Gajendra Singh Shekhawat (@gssjodhpur) January 25, 2022
advertisement
আরও পড়ুন : ব্রিটিশ ভারতেই স্বাধীন জনগণের সরকার গড়েছিল তাম্রলিপ্ত, আজকের দিনেই
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আমাইকে নিয়ে ট্যুইট করেছেন৷ লিখেছেন, ‘‘কী জীবন! কী কৃতিত্ব! কর্নাটকের একক সেনানীর সেনা আমাই মহালিঙ্গ নায়েককে সম্মানিত করা হচ্ছে পদ্মশ্রীতে৷’’
advertisement
ট্যুইটবার্তায় তিনি আরও লিখেছেন, ‘‘তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে উপায় হয়৷ যদি তার জন্য কঠোর পাথর কেটে সুড়ঙ্গ খুঁড়ে যেতে হয় জলের উৎস সন্ধানে৷’’ গজেন্দ্রর কথায় আমাই একজন জলযোদ্ধা৷
২০২০ সালে কর্নাটকের পরিবেশবিদ তুলসি গৌড়া এবং কমলালেবু বিক্রেতা হরেকালা হজব্বা সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে৷ গাছপালা নিয়ে তাঁর অগাধ জ্ঞানের জন্য তুলসিকে বলা হয় ‘অরণ্যের বিশ্বকোষ’৷ জীবনভর তিনি ৩০ হাজারের বেশি চারাগাছ রোপণ করেছেন৷ হজব্বা নিজস্ব সঞ্চয় দিয়ে দক্ষিণ কন্নড় জেলায় তাঁর গ্রামের অনগ্রসর পরিবারের শিশুদের জন্য বিদ্যালয় গড়ে তুলেছেন৷
Location :
First Published :
January 26, 2022 10:52 PM IST