#নয়াদিল্লি: পদ্মশ্রী পাচ্ছেন গায়ক সোনু নিগম, শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন ধ্রপদী সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান (Padma Awards 2022)। পদ্মভূষণ সম্মান পেলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র (Padma Awards 2022)।
সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদও সম্মানিত হয়েছেন পদ্মভূষণে। টাটা অ্যান্ড সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণও পাচ্ছেন পদ্ম সম্মান। দেশের চার কৃতি সন্তানকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করল কেন্দ্র। এই তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের প্রভা আত্রে-র (কলা)। মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (সামাজিক অবদান), উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা (শিক্ষা ও সংস্কৃতি)।