Parliament Winter Session 2021: প্রিয়াঙ্কা চতুর্বেদীর পর শশী থারুরের সঞ্চালনা-ত্যাগ, নাগাল্য়ান্ড ইস্যুতে উত্তাল সংসদ

Last Updated:

Parliament Winter Session 2021: সংসদে বিরোধী দলের ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন শশী থারুর।

উত্তাল সংসদ
উত্তাল সংসদ
#নয়াদিল্লি: প্রিয়াঙ্কা চতুর্বেদীর পর এবার সংসদ টিভির অনুষ্ঠানের সঞ্চালনা ছাড়লেন কংগ্রেস নেতা শশী থারুর। এই নিয়ে দুজন সংসদ টিভির অনুষ্ঠান সঞ্চালনা ছাড়লেন। একটি বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, সংসদ টিভির ক্যামেরা থাকছে শুধুমাত্র ট্রেজারি বেঞ্চের সাংসদদের দিকে। বিরোধীদের কোনও বিক্ষোভ, কর্মসূচি দেখানো হচ্ছে না। গণতন্ত্রের মহিমা ক্ষুণ্ণ করা হচ্ছে। বিরোধী দলের ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন শশী থারুর।
এদিকে, আজ নাগাল্যান্ড নিয়ে উত্তপ্ত হতে চলেছে সংসদ। গতকাল রাতেই নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আজ সকালেই সেখানে গিয়েছেন তৃণমূল নেতারা। বিরোধী দলের তরফে সংসদে নাগাল্যান্ড নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। আরজেডি সংসদ মনোজ ঝা ২৬৭ ধারায় অন্য আলোচনা বন্ধ রেখে নাগাল্যান্ড নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানিয়েছেন। লোকসভায় কংগ্রেস সাংসদ মানিকাম টেগোর নাগাল্যান্ড নিয়ে মুলতুবি প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে আজ সংসদের উভয় কক্ষতেই নাগাল্যান্ড নিয়ে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিকেল ৩টেয় লোকসভা এবং ৪টেয় রাজসভায় বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
advertisement
তৃণমূল জানিয়েছে, ইস্যুভিত্তিক সমর্থন করতে তাদের কোনও সমস্যা নেই। যদিও তৃণমূল কোনও দলের জোটসঙ্গী নয় বা রাজ্যেও জোট সরকার চলে না, ফলে কোনও দলের সঙ্গে যাওয়া বা দূরত্ব বজায় রাখা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এবারের অধিবেশনেএকাধিক ইস্যুতে তৃণমূলকে একাই আন্দোলন করতে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সেই সমস্ত বিষয়গুলি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
সংসদের বাইরে আজও তৃণমূল সাংসদদের ধর্না অব্যাহত। সকালেই গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী। পুরো অধিবেশনেই ধর্না চালিয়ে যাবেন তাঁরা। পরে যোগ দেবেন অন্যান্য সাংসদরা। তার মধ্যে আজ দিল্লি এসেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তিনি। শীতকালীন অধিবেশনের আগামী দিনগুলোতে দলের কৌশল কী হবে সে সম্পর্কে দলের সাংসদদের কৌশল বলে দেবেন তিনি।। একইসঙ্গে সংসদের ভিতরে বাইরে অন্য দলের সম্পর্ক নিয়েও দলের সংসদের সঙ্গে আলোচনা করবেন অভিষেক বন্দোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Session 2021: প্রিয়াঙ্কা চতুর্বেদীর পর শশী থারুরের সঞ্চালনা-ত্যাগ, নাগাল্য়ান্ড ইস্যুতে উত্তাল সংসদ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement