#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর দেশের সন্ত্রাসবাদ রুখতে সর্বদলীয় বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হল৷ বৈঠকে সব দলই পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করেছে৷ সন্ত্রাস রুখতে সব দল কেন্দ্রের পাশে আছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বিরোধীদলের প্রত্যেক নেতা মৃত জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানিয়েছে, জওয়ানদের পাশে সব সময় রয়েছে কংগ্রেস৷ এই কঠিন সময়ে কেন্দ্রের পাশেই রয়েছে তাঁদের দল৷ পাকিস্তানকে বিশ্বে একঘরে করতে যা যা কূটনৈতিক পদক্ষেপ করার, তা শুরু করে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷ চিন-সহ ৫টি প্রতিবেশী দেশের কাছে ভারত আবেদন জানিয়েছে, পাকিস্তানের উপর চাপা বাড়াতে৷
রাজনৈতিক ঝগড়া সরিয়ে সন্ত্রাসে একজোট সব দল৷ সংসদের লাইব্রেরি হলে সকাল ১১টায় বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে৷ কংগ্রেস-সহ সব বিরোধীদল যোগ দিয়েছে বৈঠকে৷ তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪২ জন জওয়ান। আত্নঘাতী হামলার পরই কাশ্মীরের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে সর্বদলীয় বৈঠক করতে চলেছে কেন্দ্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসনকালে এই প্রথমবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।
পুলওয়ামা হামলার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সেই বিষয়টি নিয়েই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। উরি, পাঠানকোট ও নাগরোতা হামলার পরও কোনও রকম সর্বদলীয় বৈঠক ডাকেনি মোদি সরকার৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এই কঠিন সময়ে কংগ্রেস পাশে আছে কেন্দ্রীয় সরকারের৷ জওয়ানদের পাশে রয়েছে সব বিরোধী দল৷ রাহুল বলেন, 'এটি একটি অত্যন্ত দুঃখের ঘটনা৷ সন্ত্রাসবাদীদের মূল লক্ষ্য, এই দেশকে ভাগ করা৷ কিন্তু আমরা ভাগ হব না৷ এটা দুঃখের সময়৷ শোকের সময়৷ সম্মানের সময়৷ তাই কেন্দ্রীয় সরকার ও আমাদের জওয়ানদের পাশে আমরা আছি৷'
আরও ভিডিও: সার্জিক্যাল স্ট্রাইক না সরাসরি যুদ্ধ, কী ভাবছে ভারত?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।