Operation Pimple: অপারেশন পিম্পল! জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ সন্ত্রাসবাদী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Operation Pimple: জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গির। শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এই সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ জঙ্গির। শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে এই সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি। ঘটনাটি পোস্ট করে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি কেরানে বেশ কিছু জঙ্গির অনুপ্রবেশের প্রচেষ্টার বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করার পরে শুক্রবার অভিযান শুরু হয়েছিল। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন পিম্পল’৷
advertisement
advertisement
চিনার কর্পসের পোস্টে জানান হয়েছে, ‘‘…০৭ নভেম্বর ২০২৫ তারিখে, সংস্থাগুলির কাছ থেকে অনুপ্রবেশের প্রচেষ্টার বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু হয়। সতর্ক সৈন্যরা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এবং চ্যালেঞ্জ জানায় যার ফলে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। যোগাযোগ স্থাপন করা হয় এবং সন্ত্রাসীরা ফাঁদে পড়ে৷ চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী দুই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। এলাকায় তল্লাশি চলছে,’’৷ এলাকায় আর কোনো অনুপ্রবেশকারী নেই তা নিশ্চিত করতে বর্তমানে একটি তল্লাশি অভিযান চলছে।
advertisement
এর আগে ৫ নভেম্বর, কিশতওয়ার জেলার চাত্রু এলাকায় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী বলেছিল যে তার সৈন্যরা, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে মিলে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানের সময় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 10:38 AM IST

