Operation Ganga: 'অপারেশন গঙ্গা'র চতুর্থ বিমানে রোমানিয়া থেকে দেশে ফিরছেন আটকে পড়া ১৯৮ জন ভারতীয়
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Russia Ukraine Crisis: যুদ্ধের জেরে ইউক্রেনের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পরে, ভারত রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভাকিয়ার সঙ্গে এই দেশের স্থল সীমান্ত পার করিয়ে ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
#নয়াদিল্লি: রোমানিয়ার রাজধানী বুখারেস্ট (Romanian capital Bucharest) থেকে ১৯৮ জন ভারতীয়কে নিয়ে চতুর্থ বিমানটি রবিবার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)। যুদ্ধের জেরে ইউক্রেনের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পরে, ভারত রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভাকিয়ার সঙ্গে এই দেশের স্থল সীমান্ত পার করিয়ে ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga)। “চতুর্থ অপারেশন গঙ্গা ফ্লাইট বুখারেস্ট থেকে রওনা দিয়েছে। ১৯৮ জন ভারতীয় নাগরিক দিল্লিতে ফিরে আসছেন,” ট্যুইট করেছেন জয়শঙ্কর৷ আগের একটি ট্যুইটে, তিনি জানিয়েছিলেন, “২৪০ ভারতীয় নাগরিককে নিয়ে অপারেশন গঙ্গার (Operation Ganga) তৃতীয় ফ্লাইট বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে।”
Third flight of #OperationGanga with 240 Indian nationals has taken off from Budapest for Delhi. Köszönöm szépen FM Peter Szijjártó. pic.twitter.com/22EHK3RK3V
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 26, 2022
advertisement
advertisement
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ভারতের দ্বিতীয় বিমান, AI1942 ইউক্রেনে আটকে পড়া ২৫০ ভারতীয় নাগরিককে নিয়ে রবিবার ভোরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমানবন্দরে (Operation Ganga) আগতদের গোলাপ দিয়ে স্বাগত জানান।
এয়ার ইন্ডিয়ার তৃতীয় ফ্লাইট, AI1940 হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা হয়েছিল, রবিবার দিল্লিতে পৌঁছেছে সেটিও। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বুদাপেস্ট থেকে ২৪০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে ‘অপারেশন গঙ্গা’-র তৃতীয় ফ্লাইটের ছবি ট্যুইট করেছেন।
advertisement
ভারত শনিবার রাশিয়ার সামরিক অভিযানের জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে শুরু করেছে, প্রথম ফ্লাইট, AI1944, সন্ধ্যায় বুখারেস্ট থেকে মুম্বইতে ২১৯ জনকে ফিরিয়ে এনেছে।
২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই রাশিয়ার সামরিক আক্রমণ শুরুর পরই ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই, ভারতীয় বিমানগুলি বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ওঠানামা করছে (Operation Ganga)।
advertisement
যে ভারতীয় নাগরিকরা ইউক্রেন-রোমানিয়া সীমান্ত এবং ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন তাদের ভারতীয় সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় সড়কপথে বুখারেস্ট এবং বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছিল যাতে সকলকে এয়ার ইন্ডিয়ার বিমানে তুলে সরিয়ে নেওয়া যায়। সরকার উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের থেকে কোনও বিমানভাড়া নিচ্ছে না বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 2:45 PM IST