Ukraine War: বোমার শব্দে আতঙ্কে সারমেয়, পোষ্যকে ফেলে ভারতে ফিরতে নারাজ পড়ুয়ার সাহায্যের আর্তি

Last Updated:

Indian Students in Ukraine: বোমার শব্দের মধ্যেই তাঁকে বাঙ্কার থেকে উঠে আসতে হবে, নাহলে ভূগর্ভস্থ বরফের শীতে কুকুরটিকে জমে যাবে।

#নয়াদিল্লি: পোষ্য সারমেয়কে ফেলে দেশ ছাড়তে নারাজ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine War) আটকে পড়া তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র। পূর্ব ইউক্রেনের খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ রেডিও ইলেকট্রনিক্সে পড়াশোনা করছেন ঋষভ কৌশিক (Rishabh Kaushik)। তাঁর দাবি, বিমানে (Ukraine War) পোষ্যকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তিনি সমস্ত কাগজপত্র এবং প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কর্মকর্তারা তাঁর আবেদনে কর্ণপাতও করছেন না। “তাঁরা আমার বিমানের টিকিট চাইছে। ইউক্রেনের আকাশপথ বন্ধ থাকলে আমি কীভাবে বিমানের টিকিট পাব?” বলেন ঋষভ।
ঋষভ কৌশিক জানান, দিল্লিতে ভারত সরকারের অ্যানিম্যাল কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন সার্ভিস (Animal Quarantine and Certification Service) এবং ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি কিন্তু কোনও লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে ঋষভ আরও জানিয়েছেন যে, তিনি তাঁর পরিস্থিতি সম্পর্কে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও একজনকে ফোন করেছিলেন। কিন্তু এমন অনুরোধ শুনে ফোনের অপর প্রান্তের ব্যক্তি তাঁকে গালাগালি দেন এবং কোনও সহযোগিতাও করেননি।
advertisement
advertisement
“আমি এখনই ভারতে চলে যেতাম যদি ভারত সরকার আমাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিত,” বলেন ঋষভ। রাশিয়ান বাহিনী কামানের গোলা এবং ক্রুজ মিসাইলের আঘাতে বিপর্যস্ত রাজধানী কিয়েভের (capital Kyiv) একটি বাঙ্কারে লুকিয়ে রয়েছেন ঋষভ। সাইরেন (Ukraine War) বাজছে এবং গোলাগুলি, বোমার শব্দের মধ্যেই তাঁকে বাঙ্কার থেকে উঠে আসতে হবে, নাহলে ভূগর্ভস্থ বরফের শীতে কুকুরটি জমে যাবে।
advertisement
গত ফেব্রুয়ারিতে খারকিভে এই কুকুরছানা মালিবুকে উদ্ধার করে পোষ মানিয়ে নেন ঋষভ। ভিডিওতে কুকুরছানাটির পরিচয় করিয়ে দিয়ে ঋষভ জানান ক্রমাগত (Ukraine War) বোমার শব্দে মানসিকভাবে বিপর্যস্ত মালিবু, সারাক্ষণ আতঙ্কে চিৎকার করছে সে।
“আপনারা যদি পারেন, দয়া করে আমাদের সাহায্য করুন। কিয়েভের ভারতীয় দূতাবাসও আমাকে সাহায্য করছে না। আমাদের কাছে কারও কোনও আপডেট নেই,” ভারত সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন ঋষভ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ukraine War: বোমার শব্দে আতঙ্কে সারমেয়, পোষ্যকে ফেলে ভারতে ফিরতে নারাজ পড়ুয়ার সাহায্যের আর্তি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement