Cyber Crime: রেস্তোরাঁয় খেতে গেলেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন? নিজেই নিজের বিপদ ডেকে আনছেন না তো?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
তাছাড়া, ব্যাঙ্ক থেকে ফোন এলে সহজেই বিশ্বাস করবেন না। আগে বিষয়টি যাচাই করুন৷ সন্দেহ হলে ব্যাঙ্কে গিয়ে কথা বলুন। UPI সংস্থা থেকে কখনও কোনও ফোন গ্রাহকদের কাছে যায় না৷
পুনীত মাথুর/যোধপুর: যতদিন এগোচ্ছে৷ আমরা ক্রমে আরও, আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছি অনলাইন মানি ট্রান্সফার, অনলাইন পেমেন্ট কিংবা QR কোড-UPI পেমেন্ট মেথডের উপরে৷ আর যত এই নির্ভরশীলতা বাড়ছে, ততই বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকি৷ একটু এদিক-ওদিক ভুলের জন্যই লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন মানুষ৷ কিন্তু, এই সাইবার ক্রাইম রুখতে আমাদের প্রয়োজন সামান্য একটু সচেতনতা ও সতর্কতা৷
সাইবার জালিয়াতি এড়াতে কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত?কোন কাজ একেবারেই করবেন না, তা নিয়েই বিশেষ কিছু টিপস দিলেন সাইবার বিশেষজ্ঞ প্রিয়া সাঙ্খলা। রাজস্থানের যোধপুরের বাসিন্দা প্রিয়া সাঙ্খলা BE.LLB। বর্তমানে তিনি আদালতে প্র্যাক্টিস করছেন। সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদেরই বিশেষ করে সাহায্য করেন প্রিয়া। এছাড়াও, ২০১৮ সাল থেকে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে গেস্ট ফ্যাকাল্টি হিসাবেও পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
advertisement
আরও পড়ুন: বাংলার পরে ভোপালেও মর্মান্তিক দৃশ্য! অ্যাম্বুল্যান্স না পেয়ে মেয়ের মৃতদেহ মোটরবাইকে করে বাড়ি ফিরল বাবা
প্রিয়া সাঙ্খলা জানান, একটু যত্ন নিলেই আমরা সাইবার জালিয়াতি এড়াতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের ব্যক্তিগত এবং অফিশিয়াল তথ্য সোশ্যাল মিডিয়ায় কারও সাথে শেয়ার না করা। উদাহরণস্বরূপ, আপনি যদি কোথাও বেড়াতে যান বা হোটেল বা রেস্তোরাঁয় খেয়ে থাকেন বা কোনও শপিং মলে কেনাকাটা করে থাকেন, তাহলে তা কখনওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। সাইবার জালিয়াতরা এই সমস্ত তথ্যের সুযোগ নেয়৷ এর মাধ্যমে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
advertisement
advertisement
QR কোড পাঠিয়ে প্রতারণা
প্রিয়ার মতে, কখনও যদি কোনও কোম্পানির কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বর আপনার প্রয়োজন হয়, তাহলে সেটি গুগলে সার্চ না করে, ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন। সেখানে যে কাস্টোমার কেয়ার নম্বর বা হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে, সেখানেই ফোন করুন৷ গুগলে পাওয়া যেন-তেন নম্বরে নয়৷ মনে রাখবেন, ওই সমস্ত নম্বর ভুয়ো হওয়ার সম্ভাবনা থাকে বেশি৷
advertisement
আরও পড়ুন: অভিষেকের নবজোয়ারের পাল্টা কি এবার বিজেপি যুব মোর্চার পদযাত্রা! পঞ্চায়েত ঘিরে তাতছে বঙ্গভূম
তাছাড়া, ব্যাঙ্ক থেকে ফোন এলে সহজেই বিশ্বাস করবেন না। আগে বিষয়টি যাচাই করুন৷ সন্দেহ হলে ব্যাঙ্কে গিয়ে কথা বলুন। UPI সংস্থা থেকে কখনও কোনও ফোন গ্রাহকদের কাছে যায় না৷
advertisement
প্রিয়া সাঙ্খলা জানান, কিউআর কোড সবসময় টাকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়৷ টাকা নেওয়ার জন্য কখনওই QR ব্যবহার করা হয় না৷ সাইবার প্রতারকেরা QR কোড পাঠিয়ে আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে। সেজন্য, অপরিচিত ব্যক্তির পাঠানো QR কোড কখনও স্ক্যান করবেন না। কারও অনুরোধে OTP শেয়ার করবেন না। আপনি যদি ব্যাঙ্কিং বা ফিন্যান্স সম্পর্কিত কোনও বার্তা পান তবে এটি খুব মনোযোগ সহকারে পড়ুন।
advertisement
এই ছোট ছোট সতর্কতাই আপনাকে বড় সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Rajasthan
First Published :
May 17, 2023 5:31 PM IST