Monkey Pox in India: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা

Last Updated:

ওই জেলার এক স্বাস্থ্য আধিকারিক জনানা, কেরলে কিছুদিন আগে এক রোগী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে আসেন। তাঁকে সেখান থেকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপরেই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: দেশে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, ভিনদেশ থেকে এক ব্যক্তির দেহে এই ভাইরাসের উপসর্গ পাওয়ার দরুন তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কেরলের মালাপুরম জেলার বাসিন্দা ওই ব্যক্তির দেহে মাঙ্কি পক্সের উপসর্গ পাওয়া মাত্রই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ওই জেলার এক স্বাস্থ্য আধিকারিক জনানা, কেরলে কিছুদিন আগে এক রোগী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে আসেন। তাঁকে সেখান থেকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপরেই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এক স্বাস্থ্য আধিকারিক জানান, “ওই ব্যক্তিকে মঞ্জেরি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আমাদের সন্দেহ তাঁর মাঙ্কিপক্স হতে পারে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এখনও পরীক্ষার ফলাফল আসেনি।”
এর আগে গত সপ্তাহে বছর ২৬-এর এক ব্যক্তিকে হরিয়ানার হিসার থেকে মাঙ্কিপক্সে পজিটিভ হিসাবে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
যদিও এই ঘটনাকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিচ্ছিন্ন ঘটনা বলে চিহ্নিত করেছেন। তিনি জানান ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন তবে এখনই এই রোগ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monkey Pox in India: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement