Arvind Kejriwal: ছাড়তে হবে সরকারি বাসভবন, হাতে সময় এক সপ্তাহ! তারপর কোথায় থাকবেন কেজরিওয়াল?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গত ১৬ই সেপ্টেম্বর আবগারি মামলায় তিহাড় জেল থেকে ছাড়া পান অরবিন্দ কেজরিওয়াল। এরপরের দিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। আর বুধবারেই বাসভবন ছেড়ে দেওয়ার নোটিস আসে অরবিন্দের কাছে।
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল আর তারপরেই রাজধানী শহর থেকে তাঁর সরকারি বাসভবন এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ই সেপ্টেম্বর আবগারি মামলায় তিহাড় জেল থেকে ছাড়া পান অরবিন্দ কেজরিওয়াল। এরপরের দিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। আর বুধবারেই বাসভবন ছেড়ে দেওয়ার নোটিস আসে অরবিন্দের কাছে।
এই প্রসঙ্গে আপ নেতা সঞ্জয় সিং বলেন, “আমরা দিল্লির মানুষের উপর পূর্ণ আস্থা রেখেহি। অরবিন্দ কেজরিওয়ালকে মানুষ সততার সার্টিফিকেট দিয়ে পুনরায় ফিরিয়ে আনবেন। দিল্লির মানুষের কাছে তিনি সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। যখন তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন তখন তাঁকে সমস্ত সুযোগ সুবিধাও ছাড়তে হবে।”
advertisement
advertisement
বাসভবনের পাশাপাশি তাঁর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয়। তিনি বলেন, “অরবিন্দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ তাঁর উপর একাধিক বার আক্রমণ হয়েছে। আমরা বহুবার তাঁকে নিরাপত্তার ব্যাপারে বলেছি কিন্তু তিনি তা মানতে নারাজ। তিনি বলেছেন ঈশ্বর তাঁকে রক্ষা করবেন।”
advertisement
সঞ্জয় জানান, অরবিন্দ এর আগে ছয় মাস দাগী আসামীদের সঙ্গে জেলে ছিলেন কিন্তু সেখানে কোনও আক্রমণের ঘটনা ঘটেনি। ঈশ্বর তাঁকে রক্ষা করেছেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ” অরবিন্দ জানিয়েছেন শুধুমাত্র ঈশ্বর তাঁকে রক্ষা করবেন। তাই তিনি সরকারি বাসভবন ছেড়ে দিতে রাজি। তিনি সাধারণ মানুষের মতন থাকতে চান। কিন্তু তিনি কোথায় থাকবেন এখনও ঠিক হয়নি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 1:26 PM IST