Govt Hospital employee lost job: রোগীর পরিবারের থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Employee looses job for over charing: সরকারে হাসপাতাল থেকে বরখাস্ত হলেন এক জন কনট্র্যাকচুয়াল কর্মী। তাঁর কারণ শুনলে অবাক হবেন।
লখনউ: সরকারে হাসপাতাল থেকে বরখাস্ত হলেন এক জন কনট্র্যাকচুয়াল কর্মী। তাঁর কারণ শুনলে অবাক হবেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে প্রত্যেক রোগীকে চিকিৎসার জন্য ২ টাকার বদলে ৩ টাকা করে নিচ্ছিলেন সেই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
ব্যক্তি পেশায় সরকারি হাসপাতালের একজন কম্পাউন্ডার। সোমবার হঠাৎ করেই জগদৌড়ের কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান স্থানী বিজেপি এমএলএ প্রেম সাগর প্যাটেল। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা নিয়ে সম্প্রতি বেনিয়মের অভিযোগ ওঠে, তার খবর পেয়েই সেখানে পরিদর্শনে যান স্থানীয় বিজেপির এমএলএ।
advertisement
advertisement
স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি দেখেন অভিযুক্ত কম্পাউন্ডার ২ টাকার বদলে ৩ টাকা নিচ্ছেন রোগীর পরিবারদের থেকে। সেই এমএলএ-র পরিদর্শনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিদর্শনে গিয়ে প্রেম সাগর প্যাটেল কথা বলেন রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে, সেখানে তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন।
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির বিধায়ক অভিযুক্ত ফার্মাসিস্টকে প্রশ্ন করেন কেন, “কোন সাহসে গরীব মানুষদের থেকে ১ টাকা করে বেশি নিচ্ছেন?” এর পরেই অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করেন কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 1:16 PM IST