Odisha Tourism: ওড়িশার পর্যটনে নতুন আকর্ষণ! চিলিকা হ্রদে এ বার থাকবে বিলাসবহুল হাউসবোট

Last Updated:

Odisha Tourism: চিলিকা হ্রদ ঘিরে পর্যটন শিল্প উন্নত করে তুলতে থাকবে বিলাসবহুল হাউসবোট ‘গরুড়’৷

Odisha Tourism
Odisha Tourism
মুম্বই : বাঙালির পর্যটন মানচিত্রে ওড়িশার জায়গা সব সময়ই শীর্ষে ৷ এ বার ওড়িশার পর্যটনের আকর্ষণ তালিকায় নতুন পালক ৷ ওড়িশা সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বার সে রাজ্যে থাকবে হাউসবোট পরিষেবা ৷ গত ১৪ মে মুম্বইয়ে হয়ে গেল ক্রুজ কনফারেন্স৷ অংশ নিয়েছিলেন ৩০০-র বেশি আমন্ত্রিত৷ এই কনফারেন্সেই ওড়িশার তরফে জানানো হয় সে রাজ্য এ বার গুরুত্ব দেবে নদী পর্যটনে৷ হাউসবোট, ভাসমান রেস্তরাঁ থেকে ক্যাটামেরন-সবই থাকবে আকর্ষণ তালিকায়৷ চিলিকা হ্রদ ঘিরে পর্যটন শিল্প উন্নত করে তুলতে থাকবে বিলাসবহুল হাউসবোট ‘গরুড়’৷
ক্রুজ কনফারেন্সে ওড়িশা পর্যটন দফতরের অধিকর্তা শচীন যাদব সে রাজ্যের ক্রুজ পর্যটন নিয়ে বিস্তারিত বিবরণ জানিয়েছেন৷ নদী পর্যটনের সম্ভাবনা এবং বৃদ্ধি ঘিরেও বিস্তারিত আলোচনা হয়৷ ওড়িশার বারকুল অঞ্চলে তৈরি করা হচ্ছে বিলাসবহুল তরীটি৷ জানা গিয়েছে, সেখানে পাঁচতারা হোটেলের সব রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে এবং ভ্রমণের অভিজ্ঞতা হবে রাজকীয়৷ বিলাসবহুল হাউসবোটে থাকার পাশাপাশি পর্যটকরা তাঁদের পছন্দমতো এই প্যাকেজ পরিবর্তন করতে পারবেন৷ পর্যটকদের ইচ্ছে হলে তালিকায় সংযোজন করা যাবে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং গহিরমাথা অভয়রাণ্যের এলাকা৷ যাতে প্রকৃতির স্বাদ পুরোমাত্রায় উপভোগ করতে পারেন পর্যটকরা৷
advertisement
আরও পড়ুন : মাউন্ট এভারেস্টে শীর্ষবিন্দুর সামান্য নীচে তৈরি বিশ্বের উচ্চতম আবহাওয়া কেন্দ্র
পর্যটন মানেই সেই থাকবে ভোজনবিলাসও ৷ তাই বিলাসতরীতে ভ্রমণের সঙ্গেই থাকবে নানারকম খাবার, দুঃসাহসিক খেলার সুযোগ এবং বিলাসতরীতে ভেসে চিলিকার বিভিন্ন দ্বীপে সফর৷ এই দোতলা হাউসবোট তথা বিলাসতরীতে থাকবে দু’টি স্যুইট, চারটি প্রিমিয়াম ঘর, বার, রেস্তরাঁ এবং ওপেন লবি৷ ওড়িশার পর্যটন দফতর প্রাথমিক পর্যায়ে দু’টি হাউসবোট নামাবে, যার প্রত্যেকটিতে ৪০ জন পর্যটক সফর করতে পারবেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : কানের লতিতে দুল পরার জায়গায় অসহ্য দুর্গন্ধ? জানুন মুক্তির উপায়
বিকাশ ইকো রিসর্টের উদ্যোগে তৈরি এই বিলাসতরীতে ৩ কোটিরও বেশি বিনিয়োগ করা হয়েছে৷ পর্যটন শিল্পকে নতুন মাত্রা দেওয়ার জন্য ‘গরুড়’ ছাড়া ওড়িশার রাজ্য পর্যটন দফতর জলসম্পদ ও অরণ্য এবং পরিবেশ বিভাগের সঙ্গেও সম্মিলিতভাবে কাজ করবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Tourism: ওড়িশার পর্যটনে নতুন আকর্ষণ! চিলিকা হ্রদে এ বার থাকবে বিলাসবহুল হাউসবোট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement